Koel Mallick Educational Qualification : কোয়েল মল্লিক (Koel Mallick), টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম একজন নামী সুপারস্টার তিনি। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) -র মেয়ে হিসেবে নয়, কোয়েল মল্লিক তার আলাদাই এক পরিচয় গড়ে তুলেছেন বাংলা সিনেমার দুনিয়াতে। গত দশ বছরের বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে এক নম্বর নায়িকা হিসেবে কাজ করছেন। এখন বাণিজ্যিক বাংলা সিনেমাকে হিরো ছাড়া একাই টেনে নিয়ে যেতে পারেন তিনি। তবে তার শিক্ষাগত যোগ্যতা কতদূর জানেন?
এমনিতে বাংলা সিনেমার নায়ক এবং নায়িকাদের নিয়ে দর্শকদের মনে একটা ধারণা থাকে যে অভিনয়ে ভালো হলেও পড়াশোনাতে তারা নাকি লবডঙ্কা। নামের পাশে সুপারস্টার তকমা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারকাদের শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়। কেউ কেউ তো আবার স্কুলের গণ্ডিও পার হতে পারেন না। কোয়েল মল্লিকও খুব কম বয়সে অভিনয় দুনিয়াতে পা রাখেন। তবে তিনি ইন্ডাস্ট্রির সবথেকে শিক্ষিত নায়িকাদের মধ্যে অন্যতম।
কোয়েল মল্লিকের অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল জিতের সঙ্গে ‘গুরু’ সিনেমার হাত ধরে। ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় হয়েছিল জিৎ-কোয়েল জুটি তবে কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক চাননি তার মেয়ে অভিনয়ে আসুক। খুব ছোট বয়স থেকে মেয়ের জন্য অভিনয়ের প্রস্তাব আসত। কিন্তু রঞ্জিত মল্লিক চেয়েছিলেন মেয়ে আগে পড়াশোনা শেষ করুক। যাতে অভিনয় দুনিয়াতে কিছু করতে না পারলে কোয়েল তার শিক্ষাগত যোগ্যতা কাজে লাগাতে পারেন পরবর্তী জীবনে।
বাবার ইচ্ছেতে কোয়েল আগে তার পড়াশোনা শেষ করেন। কলকাতার অভিজাত মল্লিক বাড়ির মেয়ে তিনি। ছোটবেলা থেকেই বাবা-মায়ের কড়া শাসনে মানুষ। আর পাঁচজন তারকা সন্তানের মত ছিল না তার জীবন। অনেক কড়া নিয়মকানুনের মধ্যে বাবা-মায়ের বাধ্য সন্তান হিসেবে বড় হয়ে উঠেছেন তিনি। অবাধ স্বাধীনতা ছিল না ঠিকই, তবে পরিবারের সব রকম সহায়তা তিনি পেয়েছিলেন।
কোয়েল যখন কলেজে পড়তেন তখন তিনি অভিনয়ের সুযোগ পান। কিন্তু বাবার কড়া নির্দেশে তাকে সেই প্রস্তাব ফেরাতে হয়। পড়াশোনাতে খুবই মেধাবী ছাত্রী ছিলেন তিনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতার গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে ভর্তি হন। তার বিষয় ছিল সাইকোলজি। তিনি এই বিষয় নিয়ে অনার্স পাশ করেন।
আরও পড়ুন : উত্তম কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল সাবিত্রীর? কেন আজীবন একা থেকে গেলেন অভিনেত্রী
তবে এখানেই থেমে থাকতে চাননি তিনি। সাইকোলজি বিষয় নিয়ে এরপর আরও পড়াশোনা করতে তিনি উচ্চ শিক্ষার কথা ভেবেছিলেন। কিন্তু পুরোপুরিভাবে অভিনয়ের সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে তার পক্ষে আর পড়াশোনায় এগোনো সম্ভব হয়নি। এখন অভিনয়ের পাশাপাশি স্ত্রী এবং মা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন : ভালোবেসেছিলেন মনে প্রাণে! তবুও কেন সত্যজিতের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন মাধবী মুখার্জী?