নামেই নবাব! সইফের ৫০০০ কোটির সম্পত্তির কানাকড়িও পাবে না ছেলেমেয়েরা, কেন জানেন?

Saif Ali Khan Palace In Bhopal : বলিউড (Bollywood) জগতের এক বড় নাম সাইফ আলি খান (Saif Ali Khan)। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখন্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাইফ আলি খানের। জনপ্রিয়তার পাশাপাশি অর্থের কোনো অভাব নেই এই বলি তারকার। কিন্তু জানেন কী ৫০০০ কোটি টাকার মালিক হয়ে তার সম্পত্তির ভাগ পাবে না তার সন্তানেরা? চলুন জেনে নিই সেই কারণ।

বলিউড অভিনেতা সাইফ আলী খান। তবে বলিউডের অভিনেতা হবার পাশাপাশি আরো একটা পরিচয় আছে সাইফ আলী খানের। তিনি ভারতের নবাব পরিবার পতৌদিদের দশম নবাব (Pataudi Nabab)। আর তাই এই অভিনেতা ভারতের ধনী অভিনেতার মধ্যে একজন। পতৌদি প্রাসাদের (Pataudi Palace) অন্তর্গত সমস্ত কিছু এবং দুই পৈতৃক সম্পত্তির মূল্য পাঁচ হাজার কোটি টাকা। কিন্তু সাইফ তার পৈতৃক সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না চার সন্তানকে।

PATAUDI NABAB PALACE

সাধারণত পৈতৃক সম্পত্তি ছেলে মেয়েরাই পায়। কিন্তু সাইফ সন্তান সারা, ইব্রাহিম ,তৈমুর বা জাহাঙ্গীর আলী খান কেউই বাবার হাজার কোটির সম্পত্তির কানাকড়িও  পাবে না। কারণ পতৌদিদের এই বাড়ি ১৯৬৮ সালে ভারত সরকারের ‘এনিমি ডিসপুট অ্যাক্ট’-এর অধীনে চলে যায়। প্রতিবেদন অনুসারে, কেউ এই জাতীয় সম্পত্তির ওপর অধিকার দাবি করতে পারে না এবং সেগুলোর উত্তরাধিকারী হতে পারে না।

আসলে ভোপালের নবাব ছিলেন হামিদুল্লাহ খান তিনি তার সম্পত্তি বড় মেয়ে আবিদার নাম করে দিয়েছিলেন। কিন্তু আবিদা পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাই মেজ কন্যা সাজিদা এই সম্পত্তির দখল নিয়ে নেন।সাজিদা পাতৌদির নবাব ইফতিখাঁর আলীর সাথে বিবাহ করেছিলেন। বিয়ের পর সাজিদার এক ছেলে ও দুই মেয়ে হয়। ছেলের নাম মানসুর আলী খান পাতৌদি ও মেয়েদের নাম ছিল সালেহা সুলতান ও সাবিহা সুলতান।

PATAUDI NABAB PALACE

দুই মেয়ে বিয়ে  হয়ে চলে যাবার পর, মনসুর আলী খান সমস্ত সম্পত্তির মালিক হন। আর মানসুর আলী খানের পুত্র হলেন সাইফ আলী খান। সেই হিসাব অনুযায়ী সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী সাইফ আলী খানই হন।কিন্তু ২০১৫ সালের ফ্রেবুয়ারী মাসে কেন্দ্রীয় সরকারের আদেশ অনুযায়ী, নবাব হামিদুল্লাহর মেজ কন্যা সাজিদা নন আবিদকেই উত্তরাধিকারী ঘোষণা করা হয় যিনি পাকিস্তান চলে গিয়েছিলেন।

Pataudi Nabab Palace Photogallery

আরও পড়ুন : করিশ্মা-করিনা নন, কাপুর বংশের প্রথম মহিলা সুপারস্টার ছিলেন শশী কাপুরের মেয়ে, চেনেন তাকে?

সেই হিসাবে বর্তমানে সম্পত্তি আইন অনুযায়ী এই পতৌদি প্রাসাদের সম্পত্তিতে ভারতীয় মালিকানা আর নেই। আর তাই সাইফ আলী খানের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না তার চার ছেলে মেয়ের কেও। তবে এই চারজনের মধ্যে কেও যদি এই সম্পত্তির উত্তরাধিকার  দাবি করতে চায় তাহলে তাকে সুপ্রিম করতে মামলা করতে হবে।

আরও পড়ুন : কেমন দেখতে পতৌদি নবাব প্যালেসের অন্দরমহল? ঘুরে দেখালেন সেইফ আলি খান