শুধু অভিনয় নয়, একাধিক জনপ্রিয় সিরিয়ালের স্ক্রিপ্ট লিখেছেন ‘মিঠাই’ অভিনেত্রী

বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পরিচিতি মুখ হলেন টেলি অভিনেত্রী অর্কজা আচার্য (Arkoja Acharya)। এই অভিনেত্রীর অভিনয় জীবনের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই বেশ ভালো রকম পরিচিতি পেয়েছেন তিনি। তাকে ওগো নিরুপমা (Ogo Nirupama), মিঠাই (Mithai), শ্রেয়সী (Shreyoshi) –র মত জনপ্রিয় ধারাবাহিক অভিনয় করতে দেখা গেছে। কিন্তু জানেন কী অভিনয় ছাড়াও তার মধ্যে এক বিশেষ গুণ আছে? চলুন জেনে নিই কী সেই গুন। 

কলকাতার মেয়ে অর্কজার ছোট থেকেই স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। এমনকি তিনি কলকাতার স্টুডিও পাড়ার মেয়ে হলেও তার জন্য এই অভিনেত্রী হওয়ার পথটা মসৃণ ছিল না। জানা যায় সিরিয়ালে আসার আগে একসময় তিনি চুটিয়ে থিয়েটার করেছেন। কিন্তু অর্কজার বর্তমান সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ ৫ বছরের এক কঠিন লড়াই।

Arkoja Acharya

জানা যায়, অভিনয়ে আসার আগে থিয়েটার করার সময় টানা ৫ বছর ধরে বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছিলেন তিনি। সেখানে বারবার রিজেক্টেড হয়েছেন অপমানিত হয়েছেন তিনি। একবার তো তাকে তাড়িয়ে দিয়ে মুখের ওপর  বলা হয়েছিল ‘তোমার মত মেয়েদের স্ক্রিনে দেখতে খুব খারাপ লাগবে, সুতরাং তুমি বেরিয়ে যায় এখন থেকে’।

অর্কজা একবার জানিয়েছিলেন, তিনি থিয়েটার করার সময় সেট ঝাঁট দেওয়ার পাশাপাশি প্রপ বওয়ার মতো কাজও করেছিলেন। এইভাবে বারবার রিজেক্টেড হতে হতে একসময় অভিনেত্রী ভেবেই নিয়েছিলেন তিনি অভিনয় ছেড়ে চাকরি করবেন। অর্কজা বাংলা নিয়েই পড়াশোনা করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে।

Arkoja Acharya

এছাড়াও অভিনেত্রীর বাড়ির সবাই বাবা, মা, দাদা, দিদি সকলেই পড়াশোনায় দারুণ ভালো। তাই একসময় বারবার অডিশন দিয়ে ব্যর্থ হয়ে তিনিও অভিনয়ের পেশা বদলে স্কুলের শিক্ষিকার পদে চাকরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তখনই তার কাছে প্রস্তাব আসে ওগো নিরুপমা ধারাবাহিকের জন্য।

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো নিরুপমা’ হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অর্কজার। তিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। কিন্তু আপনারা হয়তো জানেন না অভিনয় ছাড়াও অভিনেত্রীর একটি বিশেষ গুন আছে সেটা হল স্ক্রিপ্ট লেখা। সৌরভ সেনগুপ্তর সঙ্গে তিনি একসময় কাজও করেছেন।

Arkoja Acharya

তারপর সে কে আপন কে পরের মত জনপ্রিয় ধারাবাহিকের স্ক্রিপ্ট লিখেছিলেন। এছাড়াও ‘জয়কালী কলকত্তায়ালি’ ‘বিজয়িনী’ এই ধারাবাহিক গুলোর স্ক্রিপ্ট অর্কজা লিখেছিলেন। তারপর তার এন্ট্রি হয় ‘মিঠাই’ সিরিয়ালের আইপিএস বসুন্ধরা চরিত্রে। তারপর ‘শ্রেয়সী’র মত সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এখন তিনি ‘আকাশ ৮’ এ ‘সাহিত্যের সেরা সময়’-এর  ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পে লক্ষীর চরিত্রে অভিনয় করছেন।

ঠিক তখনই নাকি তাঁর কাছে প্রস্তাব এসেছিল স্টার জলসার ‘ওগো নিরুপমা’ সিরিয়ালে অনভিনয় করার। অর্কজা সম্পর্কে এই বিষয়গুলো কমবেশী জানা রয়েছে সকলেরই। কিন্তু জানলে অবাক হবেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রীর রয়েছে আরও একটি বিশেষ প্রতিভা।

Arkoja Acharya

আরও পড়ুন : রিয়েলিটি শোয়ের ক্যামেরার পেছনে কী চলে? ফাঁস করে দিলেন ‘সারেগামাপা’ বিজয়ী সঞ্চিতা

একসময় তিনি অ্যাসিস্ট করতেন, তারপর নিজেই এককভাবে লিখেছেন স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের স্ক্রিপ্ট। এছাড়াও লিখেছেন ‘বিজয়িনী’, ‘জয়কালী কলকত্তায়ালি’-র মত জনপ্রিয় ধারাবাহিকের স্ক্রিপ্ট। প্রথম সিরিয়াল শেষ হওয়ার পরেই জনপ্রিয় ‘মিঠাই’ সিরিয়ালের আইপিএস বসুন্ধরা চরিত্রে অভিনয় করেও দর্শকদের মন জয় করেছিলেন তিনি। পরবর্তীতে ‘শ্রেয়সী’-তেও অভিনয় করেছেন তিনি। বতমানে তাকে দেখা যাচ্ছে ‘আকাশ ৮’ এ ‘সাহিত্যের সেরা সময়’-এর  ‘কড়ি দিয়ে কিনলাম’ গল্পে লক্ষীর চরিত্রে।

আরও পড়ুন : সিরিয়াল মানেই ৩টে বিয়ে! ক্ষোভে অভিনয় ছেড়ে নতুন পেশা নিয়ে ফেললেন সোনালী চৌধুরী