Krishna Mahabharat Star Plus : বাংলা এবং হিন্দি টেলিভিশনে রামায়ণ এবং মহাভারত (Mahabharat) অবলম্বনে অসংখ্য ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে। তবে দূরদর্শনের পর ২০১৩-১৪ সালে স্টার প্লাস (Star Plus) -এ সম্প্রচারিত ‘মহাভারত’ কার্যত দর্শকদের বিচারে আজও সেরা। ভারতের পৌরাণিক মহাকাব্যের গল্প এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, সেই সঙ্গে স্টারকাস্টদের অভিনয় দর্শকরা মুগ্ধ হয়ে দেখেছেন। বিশেষ করে ‘শ্রীকৃষ্ণ’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হন সৌরভ রাজ জৈন (Sourabh Raaj Jain)।
আজও সোশ্যাল মিডিয়া খুললে শ্রীকৃষ্ণ রূপে সৌরভ রাজ জৈনের নানা ছবি এবং শ্রীকৃষ্ণের বাণীতে তার ভিডিও চোখে পড়ে। কিন্তু মহাভারতের পর আর তাকে সেভাবে দেখা গেল না টিভির পর্দায়। কোথায় হারিয়ে গেলেন সৌরভ রাজ জৈন? জানলে অবাক হবেন এত দাপুটে একজন অভিনেতা অভিনয় ছেড়ে দিয়েছেন। এখন অভিনয়ের বদলে তিনি রেডিও জকি এবং সংবাদ উপস্থাপক (News Anchor Sourabh Raaj Jain) হিসেবে নতুন পেশা নিয়েছেন।
সৌরভের কেরিয়ার শুরু হয়েছিল ২০০৪ সালে। তিনি হিন্দি টেলিভিশনে অসংখ্য ধারাবাহিকে কাজ করেছেন। রিমিক্স, মিত মিলা দে রাব্বা, কসম সে, জয় শ্রী কৃষ্ণ, পরিচয়, উত্তরণ, দেবো কে দেব মহাদেব, মহাভারত ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন। এর মধ্যে জয় শ্রীকৃষ্ণ এবং দেবো কে দেব মহাদেব সিরিয়ালে তিনি বিষ্ণুর চরিত্রে অভিনয় করেন। তার নিখুঁত অভিনয় দেখে তাকে মহাভারতের শ্রীকৃষ্ণ করা হয়। তার এই চরিত্রটি দর্শকদের মনে গেঁথে গিয়েছে।
সৌরভ বেশ কিছু ছবিতেও কাজ করেছেন। কর্ম, চেক ইন ব্যাংকক, ওম নমো ভেঙ্কটেশ্বর নামের তিনটি ছবিতে তিনি অভিনয় করেন। এছাড়া মহাভারতের পর সাবধান ইন্ডিয়া, শনি, মহাকালী, মহাপুরানের মত ভক্তিমূলক সিরিয়ালে তিনি কাজ করেছিলেন। তার কেরিয়ার লক্ষ্য করে দেখা যাবে ভক্তিমূলক সিরিয়াল থেকেই তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। তবে একই ধরনের চরিত্রে আর অভিনয় করতে চান না সৌরভ। তাই তিনি নতুন পথ নিয়েছেন।
সৌরভ রাজ জৈন অভিনয় চিরতরে ছেড়ে দিয়ে এখন সংবাদ সঞ্চালক হিসেবে নতুন পেশা নিয়েছেন। তিনি ২০১৬ সাল থেকে রেডিও জকি হিসেবে কাজ করছিলেন। এখন ডিএনএ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের উপস্থাপক হিসেবে তিনি কাজ করেন। জি নিউজে প্রতি সোম থেকে শনি রাত নটার সময় এক ঘন্টার বিশেষ পর্বে ডিএনএর তরফ থেকে বিশেষ উপস্থাপনা প্রদর্শন করা হবে। তাতে উপস্থিত থাকবেন সৌরভ।
আরও পড়ুন : ‘রামায়ণ’ নিয়ে সিনেমা বানাবে টলিউড, কে কোন চরিত্রে আছেন? দেখুন সম্পূর্ণ কাস্টিং
বলতে গেলে অভিনয়ের পর সৌরভ নিজেকে এক নতুন পথে মেলে ধরেছেন। শুরু হয়েছে তার নতুন জার্নি। ডিএনএর তরফ থেকে ভিডিও মারফত এই খবর শেয়ার হতেই উচ্ছ্বসিত হয়েছেন তার ভক্তরা। কেউ কেউ আবার তার অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছেন। কিন্তু টিভির পর্দায় এবার এক নতুন সৌরভকে দেখার উন্মাদনাও কাজ করছে তাদের মনে। তাই অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা।
আরও পড়ুন : বাংলার প্রথম ‘মহাভারত’ বানাচ্ছেন দেব, দ্রৌপদী এই জনপ্রিয় নায়িকা! রইল ছবির ফার্স্ট লুক