১৪৪ টি সিনেমায় একই চরিত্রে অভিনয় করেন! বিশ্বরেকর্ড গড়েছেন বলিউডের এই অভিনেতা

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা তারকা হওয়ার স্বপ্ন নিয়ে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন। তারাও অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মত সুপারস্টার হতে চেয়েছেন। তবে সবার ভাগ্যে তো আর সুপারস্টার হওয়া লেখা থাকে না। কিন্তু প্রকৃত প্রতিভাবান শিল্পীকে যেমন চরিত্রই দেওয়া হোক না কেন, তারা তাতেই নিজেদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটান। এমনই একজন অভিনেতা ছিলেন জগদীশ রাজ খুরানা (Jagdish Raj Khurana)।

হিন্দি সিনেমার দর্শকরা জগদীশ রাজকে বেশ চেনেন। হিন্দি ছবির সেরা পুলিশ অফিসার বলা যেতে পারে তাকে। অন্ততপক্ষে দর্শকরা তাকে সেই নজরেই দেখেন আজও। জগদীশ রাজ খুরানা এমন একজন ভারতীয় অভিনেতা যিনি তার অভিনয়ের মাধ্যমে চরিত্রের বিশ্বাসযোগ্যতা দর্শকদের কাছে প্রমাণ করতে পেরেছিলেন। তাই তো দর্শকরা তাকে শুধু পুলিশ অফিসার চরিত্রে দেখতেই পছন্দ করতেন। আর এভাবেই তিনি বলিউডে এক রেকর্ড গড়ে ফেলেন।

Jagdish Raj Khurana

১৯৩৯ সালে ‘এক হি রাস্তা’ সিনেমার হাত ধরে অভিনয় শুরু করেন জগদীশ। তারপর তিনি অসংখ্য বলিউড ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মধুমতী, সিআইডি, ধুল কা ফুল, শরারত, কঙ্গন, কানুন, জাল, বাজি, সংঘর্ষ, উপাসনা, মেমসাব, হালচাল, গ্যাম্বলার, জওয়ানি দিওয়ানি, ইনসানিয়াত ইত্যাদি। ২০০১ সালে তিনি ‘কসম’ ছবিতে শেষবার পুলিশ চরিত্রে অভিনয় করেন।

বলিউডের এই অভিনেতা জীবনে অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে ১৪৪ টি সিনেমাতে তিনি পুলিশের চরিত্রে অভিনয় করেন। প্রথম প্রথম একটি দুটি সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্রে তিনি এত নিখুঁত অভিনয় করে ফেলেন যে তখনকার সময়ে হিন্দি সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্র থাকলেই পরিচালকরা তাকেই সেই চরিত্রের জন্য কাস্ট করে ফেলতেন।

Jagdish Raj Khurana

আসলে কিছু কিছু অভিনেতা থাকেন দর্শকরাও যাদের বিশেষ কিছু চরিত্রের জন্য আজীবন মনে রেখে দেন। ১৪৪টি সিনেমাতে একই চরিত্রে অভিনয় করতে করতে তিনি বিশ্বের সবথেকে বেশি সিনেমায় টাইপকাস্ট অভিনেতার তকমা পান। তার নামের পাশে টাইপকাস্ট অভিনেতার ট্যাগ জুড়ে গিয়েছিল। তবে পুলিশের চরিত্রে টাইপ কাস্ট হতে হতেই কার্যত তার জনপ্রিয়তা বেড়েছে। তার কখনও কাজের অভাব হয়নি।

Malvika Raaj

আরও পড়ুন : একের পর এক প্রজেক্ট থেকে বাদ, কেরিয়ারে লালবাতি! মহাবিপাকে পড়লেন তৃণা

এই অভিনেতার তিন ছেলেমেয়ে রয়েছেন, তারাও বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। জগদীশের মেয়ে অনিতা রাজ একজন অভিনেত্রী। তার অপর সন্তান ববি রাজের কন্যা মালবিকা রাজ (Malvika Raaj) শিশু অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখেন। ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে করিনা কাপুর অভিনীত ‘পু’ চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। জগদীশ রাজ খুরানার মৃত্যু হয় ২০১৩ সালে।

আরও পড়ুন : খ্যাতি-গ্ল্যামার সবই আছে, তবুও এই একটি কারণে মন্নতের আড়ালে লুকিয়ে থাকেন শাহরুখের দিদি