টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির একজন প্রতিভাবান অভিনেতা হলেন টোটা রায় চৌধুরী (Tota Roy Chowdhury)। তার মত সুদর্শন পুরুষ এবং দক্ষ অভিনেতা ইন্ডাস্ট্রিতে সেভাবে সুযোগ পাননি শুরুর দিনগুলোতে। টোটা যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন থেকে শুরু করে দীর্ঘ বেশ কয়েক বছর তাকে শুধু স্ট্রাগল করে যেতে হয়েছে। তবে সত্যিকারের প্রতিভা এক না একদিন ঠিকই তার বহিঃপ্রকাশের রাস্তা খুঁজে নেয়। যেমনটা ঘটেছে টোটার ক্ষেত্রেও।
টোটা নামে টলিউড ইন্ডাস্ট্রি চিনলেও অভিনেতার আসল নাম অবশ্য পুষ্পরাগ রায়চৌধুরী। এখন তার বয়স প্রায় ৫০ এর কাছাকাছি পৌঁছেছে। কিন্তু টোটার ধারালো চেহারা আজও অষ্টাদশীদের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। তবে তার সুন্দরী স্ত্রী এবং মেয়েকে কজনই বা চেনেন? টোটার মতই তার স্ত্রী শর্মিলী রায় চৌধুরী (Sharmili Roy Choudhury) এবং মেয়ে মৃগাক্ষী রায় চৌধুরী (Mrigakkhi Roy Chowdhury) -কে দেখলে চোখ সরাতে পারবেন না।
আজ থেকে প্রায় ৩০ বছর আগে টোটার বয়স যখন কম ছিল তখনও তার চেহারা ছিল খুবই আকর্ষণীয়। অভিনেতা অবশ্য প্রথমে ভারতীয় সেনাবাহিনীর সদস্য হতে চেয়েছিলেন। কিন্তু তার ভাগ্য তাকে এই পথে নিয়ে আসে। টলিউডের অসংখ্য ছবিতে তিনি পার্শ্বচরিত্র এবং ভিলেনের ভুমিকাতে অভিনয় করে নজর কেড়েছেন। নায়ক হিসেবে খুব কম ছবিতেই সুযোগ পেয়েছিলেন তিনি।
ইন্ডাস্ট্রির প্রচলিত মিথ অনুসারে কম বয়সেই নাকি বেশি সুযোগ পায় নায়ক এবং নায়িকারা। কিন্তু টোটার ক্ষেত্রে ঘটেছে ঠিক তার উল্টোটা। যতদিন যাচ্ছে ততই যেন তার কদর বাড়ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চেহারার গ্ল্যামার এবং ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠছে। মহিলাদের হার্টথ্রব তিনি। তবে তার জীবন জুড়ে রয়েছেন যে দুজন মহিলা তারা হলেন তার স্ত্রী এবং একমাত্র মেয়ে।
টোটার মেয়ে মৃগাক্ষীর বয়স এখন ১৭ বছর। সোশ্যাল মিডিয়াতে খুঁজলে তার কিছু ছবি পাওয়া যায় বাবা এবং মায়ের সঙ্গে। টোটার স্ত্রী শর্মিলী রূপে টলিউড নায়িকাদের থেকে কিছু কম যান না। তাদের মেয়ে মৃগাক্ষীও বেশ সুন্দরী। এখন আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছে সে। তবে আগামী দিনে স্টারকিডদের পথ অনুসরণ করে মৃগাক্ষীও টলিউডে প্রবেশ করতে পারেন।
আরো পড়ুন : টলিউড দেয়নি যোগ্য সম্মান, ‘বলিউডে যা পেয়েছি, টলিউডে পাইনি’ : টোটা রায়চৌধুরী
আপাতত টোটা বলিউডে তার প্রথম ছবি ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’র সাফল্যে ভাসছেন। এই ছবিতে তার চরিত্র চন্দন চ্যাটার্জীর জন্য তিনি ভূয়সী প্রশংসাও পাচ্ছেন সবার থেকে। টোটার এমন সাফল্যে তার স্ত্রী এবং মেয়েও খুবই খুশি। শর্মিলী ১৫০ জন বান্ধবীকে নিয়ে হলে গিয়ে টোটা প্রথম বলিউড সিনেমা উপভোগ করেছেন। বলিউডের তাবড় তাবড় তারকারাও টোটার প্রশংসায় পঞ্চমুখ।