Trina Saha And Sohini Sarkar`s Fight : টলিউড (Tollywood) হোক বা বলিউড, নায়িকারা কখনও একে অপরের ভাল বন্ধু হতে পারেন না। উপর থেকে তাদের সম্পর্ক ভীষণ মজবুত বলে মনে হলেও ভেতর ভেতর চলে প্রচ্ছন্ন রেষারেষি। মাঝেমধ্যেই নায়িকাদের এই রেষারেষি বাইরে বেরিয়ে পড়ে। যেমনটা সদ্য ঘটেছে মাতঙ্গী (Matangee) ওয়েব সিরিজের শুটিং সেটে। সোহিনী সরকার (Sohini Sarkar) এবং তৃণা সাহা (Trina Saha) –র মধ্যে ঝামেলা এখন টলিউডের টক অফ দ্য টাউন। তবে ইন্ডাস্ট্রির বাকি অভিনেত্রীদের মধ্যেও কি এমনটাই চলে?
তৃণা এবং সোহিনীর মধ্যে যে ‘ইগোর লড়াই’ চলছে তাতে তুলকালাম টলিউড। নির্মাতারা ইতিমধ্যেই তৃণাকে সরিয়ে সেই জায়গায় রোশনী ভট্টাচার্য (Roshni Bhattacharyya) -কে নিয়েছেন। তবে ইন্ডাস্ট্রির সর্বত্র যে অভিনেত্রীদের মধ্যে এমন প্রচ্ছন্ন লড়াই চলছে তা নয়। যেমন আমাদের ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের নায়িকা ও ভিলেন অন্নেষা হাজরা (Annwesha Hazra) ও মিশমি দাস (Mishmee Das) -র কথাই ধরুন। ক্যামেরার সামনে দুজনের মধ্যে ঝামেলা চললেও ক্যামেরা অফ হতেই দুজনের বন্ধুত্ব দেখলে চোখ জুড়িয়ে যাবে।
মিশমি এই প্রসঙ্গে আনন্দবাজারের কাছে বলেছেন, “আমার মনে হয় যারা নিরাপত্তাহীনতায় ভোগেন না, নিজেদের কাজ এবং জায়গা নিয়ে খুবই সন্তুষ্ট এবং আত্মবিশ্বাসী, তাদের মধ্যে এমনটা কখনও হয় না। আর আমাদের মধ্যে তো বিন্দুমাত্র কোনও প্রতিযোগিতা কাজ করে না। দুজনে নিজের মত কাজ করি। অন্বেষা আমার থেকে দেরিতে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেও খুব ভাল অভিনেত্রী। আমি এই ক্যাট ফাইট বিষয়টাতে বিশ্বাস করি না।” উল্লেখ্য, সিরিয়াল বন্ধ হয়ে গেলেও দুজনের মধ্যে বন্ধুত্বটা কিন্তু এখনও অটুট আছে।
অন্যদিকে ‘পঞ্চমী’ সিরিয়ালের সুস্মিতা দে (Susmita Dey) এবং শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty) কিংবা ‘সাহেবের চিঠি’ সিরিয়ালের দেবচন্দ্রিমা সিংহ রায়, ঐন্দ্রিলা বসু, দেবলীনা কুমারদের অফস্ক্রিন সম্পর্ক খুবই ভাল। পর্দায় এরা একে অপরকে সহ্য করতে না পারলেও বাস্তবে সম্পর্কটা ঠিক উল্টো। এমনকি একসঙ্গে কাজ শেষ হয়ে গেলেও সম্পর্কটা কিন্তু বজায় থেকেই যায়। ঐন্দ্রিলা এবং দেবচন্দ্রিমা তো সিরিয়াল শেষে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। নায়িকাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট ঘাঁটলেই তাদের গলায় গলায় বন্ধুত্বের নিদর্শন মেলে।
View this post on Instagram
ঐন্দ্রিলা এখন ‘গুড্ডি’ সিরিয়ালে অভিনয় করছেন। এই ধারাবাহিকের নায়িকা শ্যামৌপ্তি মুদুলির সঙ্গেও তার সম্পর্ক খুবই ভাল। দুই নায়িকা একসঙ্গে অভিনয় করছেন মানেই যে তাদের মধ্যে রেষারেষি চলবে এমন নয়। ঐন্দ্রিলার কথায়, “আমি মনে করি প্রতিযোগিতা সবসময়ই থাকে। ক্যামেরা বন্ধ হলে সেই প্রতিযোগিতাও শেষ হয়ে যায়। ব্যক্তিগত জীবনে সেটা ঢুকে পড়লেই যত ঝামেলা। এই সীমারেখাটা বোঝা খুবই প্রয়োজন।”
আরও পড়ুন : সুচিত্রাকে টপকে হতে পারতেন মহানায়িকা, কোথায় হারিয়ে গেলেন উত্তম কুমারের নায়িকা আরতি
শুধু টিভি-সিরিয়াল ইন্ডাস্ট্রিতেই নয়, টলিউড নায়িকাদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী, মিমি চক্রবর্তী থেকে শুরু করে নুসরাত জাহানরাও পর্দার বাইরে বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে এর মাঝেও কিছু কিছু ক্ষেত্রে নায়িকাদের ক্যাট ফাইটের ঘটনা ঘটে না তেমন নয়। ’মাতঙ্গী’র সেটে যেমন ভ্যানেটি ভ্যান পাওয়াকে কেন্দ্র করে সোহিনী এবং তৃণার মধ্যে বেঁধেছে লড়াই। শেষমেষ এই ঘটনার ফলশ্রুতিতে তৃণাকে সরিয়ে নতুন নায়িকাকে নিয়ে এগোচ্ছে শুটিং।
আরও পড়ুন : বাংলায় আসছে বিগবস? কে কে থাকবেন প্রতিযোগী লিস্টে, চমকে দেবে তালিকা