বাংলায় আসছে বিগবস? কে কে থাকবেন প্রতিযোগী লিস্টে, চমকে দেবে তালিকা

বাংলায় বিগ বস হলে কারা থাকবেন প্রতিযোগী লিস্টে? রইল দর্শকদের রায়

Bangla Bigg Boss Season 3 : কয়েকদিন ধরেই জনপ্রিয় রিয়ালিটি শো, বিগ বস (Big Boss) নিয়ে টলিউডে (Tollywood) শোনা যাচ্ছে জোর গুঞ্জন। খুব শীঘ্রই নাকি শুরু হতে চলেছে বিগ বস বাংলা-র (Bangla Bigg Boss) সিজন ৩। আর এবার বিগ বস বাংলা-র সিজন ৩ (Bangla Bigg Boss Season 3) প্রতিযোগী (Bangla Bigg Boss Season 3 Contestants List) কারা হবেন তাদের একটি লম্বা লিস্ট বানিয়েছেন দর্শকরা। চলুন জেনে নিই কে কে আছেন সেই তালিকায়।

বিগ বস একটি অত্যন্ত জনপ্রিয় মনোরঞ্জনপূর্ণ অনুষ্ঠান, যেটি এর আগে দুইবার বাংলাতেও অনুষ্ঠিত হয়। একটিতে গায়ক অনীক ধর (Aneek Dhar) এবং সিজন ২ তে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) প্রথম পুরস্কার জেতেন। প্রবল জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠান। যদিও এই অনুষ্ঠানের সিজন থ্রি চালু হবে কিনা এ ব্যাপারে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি। তার আগেই বিখ্যাত ইউটিউবারের ফেসবুক পোস্ট ঘিরে চর্চা শুরু হয়ে যায় নেট মাধ্যমে।

দিনকয়েক আগেই Big Boss Bangla Season 3 নিয়ে একটি পোস্ট করেন ‘The Bong Guy’ ইউটিউবার কিরণ দত্ত (Kiran Dutta)। সেখানে তিনি তার অনুরাগীদের কাছে জানতে চান, বাংলায় বিগ বস সিজন থ্রি হলে তাতে এই রাজ্য থেকে কারা যোগদান করতে পারে। ইউটিউবার ছাড়াও অন্যান্য পেশার ব্যক্তিদের নাম জানানোর জন্য বলেন তিনি। আর তারপর থেকেই একের পর এক নাম বাছাই শুরু করেছেন আমজনতা। এই মুহূর্তে ১৬ জন বিতর্কিত নামও বেছে নিয়েছেন তারা।

১৬ প্রতিযোগীর তালিকায় আছেন বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) নাম। যিনি কাঁচা বাদাম (Kacha Badam) গান গেয়ে ভাইরাল হয়েছিলেন। যদিও বর্তমানে সেইভাবে কোনো অস্তিত্ব নেই বাদাম কাকুর। তার সঙ্গে রয়েছেন পাইস হোটেলের নন্দিনী গাঙ্গুলির (Nandini Ganguly) নামও। যিনি একটি হোটেল চালিয়ে ভাইরাল হয়ে উঠেছেন। এখন আবার রান্নার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলও খুলেছেন।

তালিকা থেকে বাদ যাননি রোদ্দুর রায়ও (Roddur Roy)। তিনি রীতিমতো তার নিজের বিকৃত করা রবীন্দ্র সঙ্গীতের জন্য বিখ্যাত। কেও আবার মাননীয় মুখ্যমন্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Bandopadhyay)দেখতে চেয়েছেন বিগ বসের ঘরে। আবার সেখানে দেখা গেছে তৃণমূলের মদন মিত্র (Madan Mitra), সায়নী ঘোষ (Sayoni Ghosh), কাঞ্চন মল্লিকদেরও (Kanchan Mullick) নাম। সঙ্গে রয়েছেন দেবাংশুও (Debanshu Bhattacharya)।

অন্যান্য তৃণমূল নেতা নেত্রীদের মত বাদ যাননি নুসরত জাহান (Nusrat Jahan)। যদিও তার নাম হিন্দি বিগ বসেও নাকি উঠেছিল। আবার তার সঙ্গে রয়েছে স্যান্ডি সাহা (Sandy Saha) থেকে শুরু করে রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chattopadhyay)। সুদীপা তো ইতিমধ্যেই কাটা চামচ দিয়ে পান্তা খাওয়া থেকে শুরু করে শাড়ির দাম বেশি নেওয়া নিয়ে বিতর্কে জড়িয়ে আছেন। আবার এই লিস্ট থেকে বাদ যাননি কিরণের পার্টনার অন্তরাও।

SUDIPA CHATTERJEE

আরও পড়ুন : ‘১০০০ টাকার শাড়ি ৫০০০-এ বিক্রি করেন’! তুমুল কটাক্ষের মুখে রান্নাঘরের সুদীপা

যদিও তৃণমূলের যুব নেতা দেবাংশুর নাম এই তালিকায় উঠে আসে তিনি এই নিয়ে মন্তব্যও করেছেন। এই নেতা ফেসবুকে ইতিমধ্যেই লিখে ফেলেছেন, ‘‘এতজন আমার নাম লিখেছেন দেখে আমি আপ্লুত! কিন্তু… ৩ মাস একটা বাড়িতে বন্দি থাকলে শুভেন্দু অধিকারী হয়ে যাব এক্কেবারে! তারপর বেরিয়ে এসে যখন বলব ‘Who is you?’… ভালো লাগবে?’’

আরও পড়ুন : ৪০০ মানুষের কোটি কোটি টাকা মেরেছেন! টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল মামলা