What Is The Reasons Behind Naming Film Industry As Bollywood Tollywood Kollywood Sandalwood : ছোট থেকে বড় সবাই সিনেমা দেখতে ভালোবাসে। আর সিনেমা বলতেই আমরা তিন ধরনের সিনেমা বুঝি। ইংরেজি সিনেমার জন্য হলিউড (Hollywood), হিন্দি সিনেমার জন্য বলিউড (Bollywood), আর বাংলা সিনেমার জন্য টলিউড (Tollywood)।এদিকে এগুলো ছাড়াও দেশের বাইরে হুড়মুড়িয়ে বেড়েছে তেলুগু, কন্নড় ছবির দর্শক। তাই একই সঙ্গে উঠে এসেছে কলিউড (Kollywood), স্যান্ডালউড (Sandalwood) এর মতো ইন্ডাস্ট্রি। কিন্তু কখনো ভেবে দেখেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিগুলির এমন নামকরণের কারণ কী?
বলিউড নামকরণের কারণ
ভারতীয় ছবি মানেই বলিউড, এক সময় এমনি ধারণা ছিল বেশিরভাগ মানুষের। ভারতীয় সিনেমায় সবথেকে বড় ইন্ডাস্ট্রি বলা যায় বলিউডকে। তৎকালীন বম্বে, বর্তমান মুম্বইকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বিশাল ইন্ডাস্ট্রি। বলিউডের নাম ‘বলিউড’ রাখার পেছনে জায়গাটাই সবথেকে বড় কারণ। আসলে তৎকালীন বম্বে শহরে গড়ে ওঠায় আদ্যক্ষর নিয়ে নামকরণ করা হয়েছিল বলিউড। পাশ্চাত্য সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডের অনুকরণে নাম হয় বলিউডের।
টলিউডের নামকরণের কারণ
বাঙালি মাত্রই টলিউড নামে চেনে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। টালিগঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে টলিউড। এক্ষেত্রে জায়গার নামে নামকরণ হয়েছে ইন্ডাস্ট্রির। যদিও ব্রিটিশ শাসনকালে হলিউড থেকে অনুপ্রাণিত হয়ে এই ইন্ডাস্ট্রিরই কিন্তু প্রথম নামকরণ হয়।
বর্তমানে আরো বিভিন্ন জায়গায় স্টুডিও তৈরি হয়েছে যদিও। কিন্তু আসল স্টুডিওপাড়া বলতে টালিগঞ্জকেই বোঝানো হয়। এছাড়াও আরো এক ইন্ডাস্ট্রি পরিচিত টলিউড নামে। সেটা হল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তেলুগু ভাষার সিনেমা তৈরি হয় বলেই এই ইন্ডাস্ট্রির নাম টলিউড।
কলিউড নামকরণের কারণ
কলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তামিল ভাষায় সিনেমা তৈরি হয়। আসলে তামিল ভাষায় তৈরি হওয়া সব ছবিই কলিউডের অন্তর্গত। মূলত চেন্নাইয়ের কোডামবক্কম এলাকায় গড়ে ওঠার কারণে জায়গার নামের আদ্যক্ষর দিয়ে নামকরণ হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির।
আরো পড়ুন : পারিশ্রমিক শুনলে লজ্জা পাবে শাহরুখ-সালমানরাও, দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কে জানেন?
স্যান্ডালউড নামকরণের কারণ
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিকে স্যান্ডালউড ফিল্ম ইন্ডাস্ট্রি নামেই চেনে লোকে। কিন্তু এর জন্য ভৌগোলিক কারণই মূলত দায়ী। আসলে কর্ণাটকে চন্দন কাঠ ওরফে স্যান্ডালউড প্রচুর পরিমাণে তৈরি হয়। সেখান থেকেই কন্নড় ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রির নামও হয়ে গিয়েছে স্যান্ডালউড ফিল্ম ইন্ডাস্ট্রি।
আরো পড়ুন : বাংলার গৌরবগাথা দেখবে গোটা দুনিয়া, ‘দেবী চৌধুরানী’ নিয়ে বিরাট ঘোষণা করলেন প্রসেনজিৎ