Ranveer Singh`s Weired Outfits : ৬ জুলাই ৩৮-এ পা দিলেন রণবীর সিং (Ranveer Singh)। বলিউড (Bollywood) পা রাখার পর থেকে একের পর এক হিট দিয়েছেন দর্শকদের। অভিনেতার পাশাপাশি একজন পারফেক্ট স্টাইলিস্ট আইকনও বটে তিনি। এই নিয়ে কম কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। এমনকি কখনও ব্র্যান্ডের আম্বাসাডার হিসেবে আজব আজব পোশাকে (Ranveer Singh`s Weired Dresses) সাজতে দেখে কেউই কটাক্ষ করতে ছাড়েনি।
রণবীর সিং ভাবনানির জন্ম ১৯৮৫ সালের ৬ জুলাই মুম্বাইয়ে। ৩৮ বছর বয়সে পা দিলেন অভিনেতা। তিনি পাকিস্তানের করাচির এক সিন্ধি পরিবারে জন্ম তার। কিন্তু পরে দেশভাগের পর তারা ভারতে চলে আসেন।ছোট থেকেই রণবীর একজন অভিনেতা হতে চেয়েছিল তারজন্য তিনি স্কুলের বিভিন্ন নাটকে অংশগ্রহণ করত।
তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে, রণবীর ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ব্লুমিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৭ সালে মুম্বাইয়ে আসেন রনবীর। প্রথমে তিনি বিজ্ঞাপনে কাজ করতেন।এরপর একাধিক অডিসনের পর বলিউডের যশ রাজের ব্যানারে কাজের সুযোগ পান।
এরপর রণবীর যশ রাজ ফিল্মসের ব্যান্ড বাজা বারাত (২০১০) এর মাধ্যমে অনুষ্কা শর্মার বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি বিট্টু শর্মার ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রথম ছবিতেই দিল্লির বিট্টু শর্মা হয়ে দর্শকদের মন জয় করেছিল তিনি।তারপর থেকে আর পিছনে ফিরে দেখতে হয়নি রনবীরকে।
এরপর বলিউডে পা রাখার পর থেকে একের পর এক হিট দিয়েছেন দর্শকদের। পদ্মাবত থেকে রামলীলা কিংবা সিম্বার, গাল্লি বয়ের মতো একাধিক ছবি রয়েছে তার কেরিয়ারে। কিন্তু তিনি অদ্ভুত পোশাক সেন্সের জন্য বেশিরভাগ সময়ই বিতর্কে জড়িয়েছেন।
আরো পড়ুন : পুরোপুরি বদলেছে চেহারা, বলিউডে আসার আগে তারকাদের চেহারা দেখলে চিনতে পারবেন না
এছাড়াও ২০২২ সালে একটি ম্যাগাজিনে রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর রণবীর সিংয়ের বিরুদ্ধে অশ্লীলতার ধারায় মামলা করা হয় একটি এনজিওর তরফ থেকে। পরবর্তীকালে মুম্বই পুলিশ তাকে কথা বলার জন্য ডেকে পাঠালে তিনি বলেন, কেউ তার মুখ অশ্লীল ছবির উপর বসিয়ে দিয়েছে। এতে তার কোনও দোষ নেই।
আরো পড়ুন : দীপিকার জন্যই আলিয়া-ক্যাটরিনারা আজ সুপারস্টার, এই ছবিগুলি ছেড়ে দিয়ে আফসোস করেন অভিনেত্রী