Allu Arjun Rejected This Bollywood Movie : আদিপুরুষ (Adipurush) -র ব্যর্থতার পর এবার অশ্বত্থামা –দ্য ইমমোর্টাল (Ashwatthama The Immortal) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। ভিকি কৌশল (Vicky Kaushal), যশ (Yash), এনটিআর জুনিয়র (Junior NTR) এবং রণভীর সিং (Ranveer Singh) -য়ের পর ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের অফার পুষ্পা (Pushpa)-র তারকাকেই দিয়েছিলেন পরিচালক আদিত্য ধর। ছবির কনসেপ্ট নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন অল্লু অর্জুন। কিন্তু সদ্যই নাকি ছবির অফার নাকোচ করেছেন তেলুগু তারকা।
জানা যাচ্ছে ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ একটি সুপারহিরো ফিল্ম হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। ছবিতে কিছু পৌরাণিক কাহিনীর টাচও দেওয়া থাকবে। থাকবে ভারী ভিএফএক্সের কাজ। তবে এর আগে ভিকি কৌশলকে নিয়ে ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ বানানোর কথা ছিল। তবে মাঝে করোনা আসায় বদলে যায় প্ল্যান প্রোগ্রাম। বদলে গেছে প্রযোজক, পালটেছে স্টারকাস্টও।
জানা যাচ্ছে প্রযোজক এই ছবির জন্য একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার চেয়েছিলেন। যিনি বক্স অফিস উইন্ডো দিয়ে ছবির খরচ পুনরুদ্ধার করতে পারেন।এমতাবস্থায় ছবি নির্মাতাদের মাথায় তখন প্রথমেই যে নামটা এসেছিল তা হল অল্লু অর্জুন। বিষয়টা নিয়ে কথাবার্তাও এগিয়েছিল অনেকটাই।
এইসব কথাবার্তার মধ্যেই মুক্তি পায় প্রভাসের ‘আদিপুরুষ’। সেটিও ছিল একটি পৌরাণিক চলচ্চিত্র। ভিএফএক্স, আলোচনা, সমালোচনা, প্রোমোশন কোনোকিছুই বাকি রাখেননি নির্মাতারা, তবে তা সত্বেও ছবিটি মুখ থুবড়ে পরে বক্স অফিসে।
আসলে দর্শকমহলে চুড়ান্ত সমালোচিত হয়েছে প্রভাস অভিনীত ছবি আদিপুরুষ। রীতিমতো কটাক্ষের মুখে পরেছে ছবির ভিএফএক্স। তারপর থেকেই ভিএফএক্স নির্ভর ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তেলুগু তারকারা। সেই তালিকায় রয়েছেন অল্লু অর্জুনও।
আরও পড়ুন : রাজি হলেন না শাহরুখ, কোন অভিনেতাকে নিয়ে শুরু হচ্ছে ‘ডন ৩’ এর শুটিং?
আসলে ‘দ্য ইমরটাল অশ্বত্থামা’র শুটিং নিয়ে দুই বছর কাটাবেন তিনি। তারপর সেই ছবিটি মুক্তি পাবে । অর্থাৎ ছবিটি কেমন হয়েছে তা জানতে তাদের অপেক্ষা করতে হবে দুই বছর। যদি কিছু ভুল হয়ে যায়, তাহলে সেখান থেকে ফিরে আসাটা একটু জটিল হবে। কেরিয়ারের এই পর্যায়ে কোন ঝুঁকি নিতে রাজি নন অল্লু অর্জুন। সে কারণেই তার ‘দ্য ইমর্টাল অশ্বত্থামা’ তে কাজ করতে অস্বীকার করার অনেক সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : বিবাহিত পুরুষের প্রেমে নষ্ট কেরিয়ার, ‘গদর’ অভিনেত্রী আমিশা কেন হারিয়ে গেলেন বলিউড থেকে?