Saayoni Ghosh’s Education Qualification: টলিউড (Tollywood) অভিনেত্রী হিসেবে তার বেশ সুনাম রয়েছে। কিন্তু রাজনীতিতে জড়ানোর পরই কার্যত অন্য সায়নী ঘোষ (Saayoni Ghosh) -কে চিনছেন তার ভক্তরা। রাজনীতির ময়দানে তিনি এক দাপুটে নেত্রী। মাঠে ময়দানে রাজনীতির আঙিনায় তার চোখা চোখা ভাষণ নিশ্চয়ই শুনেছেন? এহেন সায়নী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের জবাব মিডিয়ার সামনে যে ‘কনফিডেন্স লেভেল’ এর সঙ্গে দিচ্ছেন সেই নিয়েও বেশ চর্চা হচ্ছে।
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinomool Congress) -র যুবনেত্রী সায়নী বর্তমানে ইডির নজরে রয়েছেন। একবার তদন্তকারী অফিসারদের ১১ ঘণ্টার ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছে তাকে। আগামীকাল অর্থাৎ বুধবারেও তাকে ফের একবার হাজিরা দিতে যেতে হবে। সায়নীকে নিয়ে এমন টানাপোড়েনের মাঝেই তাকে নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে আসছে। কোটি টাকার ঋণ থেকে শুরু করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সায়নী আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জানিয়েছিলেন তার কাঁধে প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণ রয়েছে। তার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণটা অবাক করবে। তার কাছে তখন নগদ ছিল ৩২,৭৭৫ টাকা। পাঁচটি ব্যাংক একাউন্টে গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা।
এছাড়া সায়নীর নামে এন এস এস, পোস্ট অফিস এবং জীবন বীমা খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা। তার একটি গাড়ির দাম ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকা। তবে তার কাছে নামমাত্র সোনার গয়না রয়েছে। সায়নী জানিয়েছিলেন ওই সময় তার কাছে চার গ্রাম পরিমাণ সোনার গয়না ছিল যার বর্তমান বাজার মূল্য ২৩,১১২ টাকা।
এছাড়াও সায়নীর কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির কাছে একটা ফ্ল্যাট রয়েছে যার বর্তমান বাজার মূল্য ৩৪ লক্ষ টাকা। তার নামে কোনো চাষযোগ্য কিংবা অচাষযোগ্য জমি বা স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই বলে জানিয়েছেন সায়নী। কিন্তু রয়েছে বিপুল পরিমাণ ঋণ। ওই সময় সায়নীর ব্যাংকে ৬৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ টাকার ঋণ ছিল। এছাড়া মা সুদীপা ঘোষের থেকে তিনি ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকা ধার নিয়েছিলেন।
আরও পড়ুন : দুর্নীতিতে নাম জড়াতেই অন্য রূপ! মমতা-অভিষেকের ছবি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন সায়নী
ওই মনোনয়নপত্র থেকে সায়নী ঘোষের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও জানা গিয়েছে। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখেছেন CISCE বোর্ড থেকে (১০+২) পাশ করেছেন তিনি। যাদবপুরের হীরেন্দ্র লীলা পত্রনাভিস স্কুল থেকে তিনি পড়াশোনা করেছিলেন। এরপরে তিনি আর উচ্চশিক্ষার জন্য কোনও প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন নাকি মাঝপথেই ছেড়ে দেন পড়াশোনা তা জানা যায়নি।
আরও পড়ুন : সামান্য পান বিক্রেতা থেকে ‘যাদবপুরের ডন’! সায়নী ঘোষের বাবা কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন?