Upcoming 8 Bengali Mega Serials On Star Jalsha : করোনা আসার আগে পর্যন্ত বাংলা টেলিভিশনের পর্দায় প্রায় প্রত্যেকটি সিরিয়াল কমবেশি তিন থেকে চার বছর পর্যন্ত অনায়াসে চলেছে। টিআরপি নিয়ে সেই সময় মাথা ঘামাতেন না কেউ। কোনও কোনও সিরিয়াল (Bengali Mega Serial) তো আবার ১০ বছর পর্যন্ত চলেছে এমন রেকর্ডও আছে। কিন্তু স্টার জলসা (Star Jalsha) -তে এখন এমন অবস্থা যে টিআরপি না থাকলে সিরিয়াল তিন মাসের মাথাতেও বন্ধ করে দিতে দুবার ভাবছে না চ্যানেল।
বর্তমানে বেশিরভাগ বাংলা সিরিয়ালেরই মেয়াদ ৭-৮ মাস থেকে বড়জোর ২ বছর পর্যন্ত থাকছে। টিআরপিতে জি বাংলাকে কোণঠাসা করে তুলতে আরও বেশ কিছু সিরিয়াল আনার পরিকল্পনা করছে স্টার জলসা। যার মধ্য থেকে তুঁতে (Tunte) এবং সন্ধ্যাতারা (Sandhyatara) সিরিয়ালের সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। টিআরপিতে এগিয়ে রয়েছে তুঁতে। অন্যদিকে সন্ধ্যাতারারও বেশ জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।
একটা নয় দুটো নয়, পরপর আটটি নতুন সিরিয়াল আসছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে বেশ কিছু ধারাবাহিকের কাস্টিং হয়ে গিয়েছে। এখন শুধু প্রোমো শুটিং বাকি। এই ধারাবাহিকগুলোর নাম জানা যাবে প্রোমো থেকে। আপাতত উঠে আসছে প্রোডাকশন হাউজগুলোর নাম। খুব শীঘ্রই যীশু এবং উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের থেকে একটি ধারাবাহিক আসবে। যার মুখ্য চরিত্রে সন্দীপ্তা সেন (Sandipta Sen) থাকবেন বলে শোনা গিয়েছিল।
কিন্তু এখন শোনা যাচ্ছে সন্দীপ্তা নাকি সিরিয়াল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে নায়কের চরিত্রে থাকছেন ‘বালিঝড়’ ধারাবাহিকের অভিনেতা কৌশিক রায় (Kaushik Roy)। এছাড়াও লীনা গাঙ্গুলী (Leena Ganguly) -র আরেকটি সিরিয়াল আসছে। যদিও তার নায়ক-নায়িকার পরিচয় জানা যায়নি। এছাড়া কেচি আইডিয়া প্রোডাকশনের তরফ থেকেও নতুন একটি সিরিয়াল আসার খবর মিলেছে।
অন্যদিকে সুশান্ত দাসের টেন্ট প্রোডাকশনেরও একটি নতুন সিরিয়ালের প্রস্তুতি চলছে এখন। আর ব্লুজ প্রোডাকশন, মিসিং স্ক্রু প্রোডাকশন, এসভিএফ প্রোডাকশন হাউস এবং রাজ চক্রবর্তীর প্রোডাকশন থেকে সিরিয়াল আসার খবরও মিলেছে। যদিও এই চারটি সিরিয়ালের কাজ এখনও শুরু হয়নি। যতদূর জানা যাচ্ছে, টিআরপিতে পিছিয়ে থাকা সিরিয়ালগুলোকে সরিয়ে একে একে এই আটটি সিরিয়াল জায়গা করে নেবে স্টার জলসাতে।
আরও পড়ুন : পর্দায় ভিলেন হলেও বাস্তবে ‘আদর্শ মেয়ে’, ‘নিম ফুলের মধু’র তিন্নির জীবন যেন সিনেমা
বর্তমানে টিআরপি তালিকাতে অনুরাগের ছোঁয়া সেরা পাঁচের মধ্যে স্টার জলসার আর কোনও সিরিয়াল নেই। এছাড়া এই চ্যানেলের অন্যান্য ধারাবাহিকের টিআরপিও বেশ কম। তাই একে একে পুরনো সিরিয়াল বন্ধ করে সেই জায়গায় আসবে নতুন সিরিয়াল। কিছুদিন আগেই যেমন শেষ হয়েছে মেয়েবেলা সিরিয়ালটি। কাজেই ফের একবার বদলে যাবে স্টার জলসার টাইম স্লট।
আরও পড়ুন : গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নায়িকা, বন্ধ হল জনপ্রিয় সিরিয়ালের শুটিং