Mysterious Name On Arijit Singh’s Guitar : শুধুমাত্র বাংলায় নয়, বর্তমান সময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। তার সুরের যাদুতে মুগ্ধ বহু মানুষ। বলিউড (Bollywood)-এর ছবি তার গাওয়া গান থাকা মানেই সেই ছবি হিট। কিন্তু এত জনপ্রিয়তা অর্জন করার পরেও নিজের জন্মস্থান জিয়াগঞ্জ ছেড়ে যাননি বাংলার এই বিখ্যাত গায়ক।
আজও জিয়াগঞ্জের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায় গায়ক অরিজিৎ সিংকে। তার দেখা পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেলেন তার ভক্তরা। তার মিউজিক কনসার্ট মানেই সেখানে টিকিটের দাম হবে লাখ টাকার কাছাকাছি। তারপর তার পারিশ্রমিক আবার ২ কোটি টাকার কাছাকাছি। এছাড়াও প্রতিটি ছবিতে গান গাওয়ার জন্য ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।
তার মত এত টাকা পারিশ্রমিক এখনও পর্যন্ত কোনও গায়ককে নিতে দেখা যায় না। তবে উপার্জন করা এই টাকা তিনি নিজের জন্য ব্যয় করেন না। বরং গরীব ছেলে-মেয়েদের পড়াশোনা ও চিকিৎসার জন্য ব্যয় করেন। তবে গায়ক অরিজিৎ’কে তার সকল মিউজিক শোতেই গিটার হাতে দেখা যায়।
তার প্রিয় গিটারগুলোর গায়ে একটি করে নাম লেখা থাকতে দেখা যায়। কখনও ‘ঝিলিক’ কখনও ‘ঝোরা’ আবার কখনও ‘মিঠি’। এই লেখাগুলোর উপর চোখ পড়েছে দর্শকদেরও। তাই প্রশ্ন উঠেছে কেন এই লেখাগুলো রয়েছে তার গিটারের উপর। এর মানেই বা কী?
এই প্রশ্নের উত্তরে গায়ক না দিলেও তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ঐ গিটারগুলোর নাম রেখেছেন অরিজিৎ। আসলে গিটারগুলোর গায়কের কাছে খুব প্রিয় তাই হয়তো এই নাম রেখেছেন তিনি। অন্যদিকে অরিজিৎ কিন্তু সব খুব সাধারণ সাজে দেখতে পাওয়া যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছিল তার।
আরও পড়ুন : সস্তার হোটেল খুললেন অরিজিৎ সিং, খাবারের মেনু ও দাম দেখলে বিশ্বাসই হবে না
যেখানে দেখা গিয়েছিল সে নিজের পাড়ার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছেন। তাদের সব প্রশ্নেরও উত্তর দিচ্ছেন তিনি। তারপর সবার সঙ্গে কথা বলার পর নিজের স্কুটি চালিয়ে বেড়িয়ে গেলেন। তার এই ভিডিও দেখে সকলেই অবাক হয়েছেন।
আরও পড়ুন : ‘অটোটিউনে সালমান খানও এখন গায়ক!’, সালমানের সঙ্গে ফের পাঙ্গা নিলেন অরিজিৎ সিং