না ফেরার দেশে চলে গেলেন টলিউড (Tollywood) অভিনেতা জয়জিৎ ব্যানার্জী (Joyjit Banerjee)! সম্প্রতি এরকমই শিরোনামের একটি খবর ঘিরে তোলপাড় হল সোশ্যাল মিডিয়া। মর্মান্তিক এই খবর কার্যত বিশ্বাসই করে উঠতে পারছিলেন না কেউ। চমকে গিয়েছেন তার ভক্তরা। কম বয়সে জলজ্যান্ত এমন একজন সুস্থসবল মানুষের মৃত্যু কীভাবে হল সেটা ভেবেই অবাক হয়ে যান সকলে।
আসলে নিজের মৃত্যু সংবাদ পেয়ে অভিনেতা নিজেও চমকে উঠেছিলেন। আর হবে নাই বা কেন? কারও মৃত্যু নিয়ে এমন ভুয়ো খবর কিভাবে রটিয়ে দেওয়া যায় সেটা তিনিও ভেবে পাচ্ছিলেন না। হ্যাঁ, জয়জিতের মৃত্যু নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছিল সেটা আদ্যোপান্ত মিথ্যে ছিল। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এই খবর রটিয়েছে।
আসলে বলিউড এবং টলিউড তারকাদের নিয়ে মাঝেমধ্যেই এমন খবর শোনা যায় সোশ্যাল মিডিয়াতে। ফেসবুক কিংবা ইউটিউবে এই নিয়ে পোস্ট কিংবা ভিডিও দেখতে পাওয়া যায়। এবার এমন ঘটনার শিকার হলেন অভিনেতা জয়জিত। তিনি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের একটি শর্ট ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন। তাতে তার মৃত্যু সংবাদ রয়েছে।
ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে জয়জিতের একটা সাদা-কালো ছবি দিয়ে সেখানে লেখা আছে ‘না ফেরার দেশে বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা’। সেই ছবিটি শেয়ার করে জয়জিত লেখেন, “তাহলে কি আমি ভূত! এই খবর যে করেছে তার ঘাড় মটকাবো আমি। আচ্ছা এটা দেখালে কি আমার ইন্সুরেন্সগুলো ম্যাচিওর করবে?”
জয়জিত মজার ছলে উত্তর দিলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ কেউ এই ঘটনাতে বেশ বিরক্ত হয়েছেন। তারা ক্ষোভ উগরে দিয়েছেন যারা এমন খবর রটান তাদের বিরুদ্ধে। কেউ কেউ আবার জয়জিতের মতই মজা করে লিখছেন, এই ধরনের ভুয়ো খবর রটলে আয়ু বাড়ে। জয়জিত অবশ্য প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়েছেন মজা করে।
আরও পড়ুন : শুধু শাড়ি-ব্যবসায় ভরে না পেট, শাড়ির পর নতুন ব্যবসা খুলে ফেললেন রচনা ব্যানার্জী
বর্তমানে এই টলিউড অভিনেতা দুটি সিরিয়ালে অভিনয় করছেন। তিনি দিব্যি সুস্থ শরীরেই রয়েছেন। একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন নিজের ব্যাপারে এমন ধরনের খবর শুনতে কারও ভাল লাগে না। যদিও বিষয়টা চোখে পড়লে তিনি মজার ছলেই উত্তর দিয়েছেন।
আরও পড়ুন : স্বস্তিকার ছবিতে নোংরা মন্তব্যের ঝড়, সপাটে যোগ্য জবাবে ধুয়ে দিলেন অভিনেত্রী