বিগত কয়েক বছর ধরে বলিউড (Bollywood)-কে প্রায় সব ক্ষেত্রেই পিছনে ফেলে দিচ্ছে দক্ষিণী ছবি (South Industry)-গুলি। বিশেষ করে গত বছর বলিউডের খুব কম ছবি বক্স অফিসে ভাল ফল করতে পেরেছিল। বেশিরভাগ ছবি বক্স অফিসে অসফল হয়েছিল। দীর্ঘ বহুবছর ভারতের সবচেয়ে জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।
কিন্তু গত কয়েক বছরে এই হিসেবটা অনেকটাই বদলে গিয়েছে। বিশেষ করে গত বছর দেশ ও দেশের বাইরে ভাল ব্যবসা করেছে বহু দক্ষিণী ছবি। তবে এখানেই শেষ নয় বক্স অফিসে ঝড় তুলতে আরও একবার বিগ বাজেট ছবি নিয়ে আসছে ৮ দক্ষিণী তারকা। এই ছবির তালিকায় প্রথমেই রয়েছে প্রভাস (Prabhas)-এর ‘আদিপুরুষ’ (Adipurush) আর ‘সালার’ (Salar) ছবির নাম।
আল্লু অর্জুনের ছবিও রয়েছে এই তালিকায়। গত বছর মুক্তি পেয়েছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা’ (Pushpa) ছবিটি। বক্স অফিসে ভাল ব্যবসা করেছিল এই ছবিটি। তাই এবছর আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পার্ট। আগের বারের থেকে এবার এই ছবির বাজেট অনেক বেড়ে গিয়েছে। মোট ৪৫০ কোটি টাকা খরচ করা হয়েছে এই ছবির জন্য।
জানা গিয়েছে , গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে এই ছবিটি। তবে পিছিয়ে নেই থালাইভা রজনীকান্ত (Thalaiva Rajinikanth) -ও। তার অভিনীত ‘জেলার’ (Jailor) ছবিটিও মুক্তি পাবে এবছরে। এরপর অভিনেতা সুরিয়া (Suriya)-র ছবিও আসছে চলতি বছরেই। তার এই ছবির নাম ‘কঙ্গুবা’। এই ছবির বাজেট প্রায় ৩৫০ কোটি টাকা।
তবে এখানেই শেষ নয়, অভিনেতা চিয়ান বিক্রম (Chian Vikram)-এর ‘থঙ্গালন’ (Thangalaan) ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। এই ছবি তৈরি করার জন্যও প্রায় ১৫০ কোটি টাকা খরচ হয়েছে। অন্যদিকে জুনিয়র এনটিআর (Junior NTR)-এর ‘এনটিআর ৩০’ (NTR 30)-এর শ্যুটিং চলছে। এই ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)-কে।
আরও পড়ুন : নায়িকার চেয়ে ৫০ গুণ বেশি বেতন নিচ্ছেন! ‘আদিপুরুষ’ থেকে কত পারিশ্রমিক নিলেন প্রভাস?
যদিও এখানেই শেষ নয়, এছাড়াও বহু জনপ্রিয় দক্ষিণী নায়কদের ছবি শ্যুটিং চলছে। তবে বলিউডের বেশকিছু বিগ বাজেট ছবিও আসতে চলেছে এই সময়। তাই এখন দেখার যে দুই ফিল্ম ইন্ডাস্ট্রির লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হয়।
আরও পড়ুন : শুটিংয়ের পর নায়িকাদের দামী পোশাকগুলো কী করা হয়? কোথায় যায় সেগুলো?