‘টাকার জন্য বাধ্য হয়ে এই কাজ করেছেন বাবা!’ মুখ খুলতেই চমকে দিলেন মিঠুন-পুত্র মিমো

বলিউড (Bollywood) তথা টলিউড ইন্ডাস্ট্রির মহাগুরু তিনি। বিগত প্রায় ৫ দশক ধরে দাপিয়ে বেড়িয়েছেন দুই ইন্ডাস্ট্রিতেই। তবে তারকাদের ভাগ্য সবসময় একরকম থাকে না। কেরিয়ারে চড়াই-উৎরাই তো থাকেই। অতিবড় তারকাকেও অনেক সময় ফ্লপ হতে হয়। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) -র সঙ্গেও এর অন্যথা হয়নি। তারকা হয়ে ওঠার পরেও তার জীবনে ঘিরে ধরে অন্ধকার।

গৌরাঙ্গ চক্রবর্তী ওরফে মিঠুন চক্রবর্তী যখন প্রথমবার বলিউডে পা রেখেছিলেন তখন কিন্তু তাকে কেউই নায়ক হিসেবে মেনে নিতে চাইছিলেন না ইন্ডাস্ট্রিতে। আজ তার নাচ এবং অভিনয়ে মুগ্ধ গোটা দেশ। কিন্তু কেরিয়ারের শুরুতে বি গ্রেড ছবিই বেশি করতে হয়েছে তাকে। সেই বিষয় নিয়ে এতদিন পর মুখ খুললেন তার বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী (Mahakshay Chakraborty) ওরফে মিমো।

Mahaakshay Chakraborty And Mithun Chakraborty

ইন্ডাস্ট্রিতে মিমো নিজেও একজন স্ট্রাগলার। তিনি তার বাবাকে দেখে শিখেছেন অনেক কিছুই। কেরিয়ারের শুরুতে মিঠুন কম বাজেটের ছবিতে কাজ করা শুরু করেন। মিমো মনে করেন তার বাবার মত তারকার ‘গুন্ডা’র মত বিগ্রেড ছবিতে কাজ করা সাজে না। কিন্তু কেন সুপারস্টার মিঠুন এমন ছবিতে কাজ করেছিলেন? টাকার অভাবে নাকি অন্য কিছু ছিল এর পেছনে?

মিমোর কথায়, “আমাদের চেয়ে মা-বাবার উত্থান পতনটা খুব কাছ থেকে দেখেছি। যখন আমরা ছোট ছিলাম তখন বাবার একটা ছবি বক্স অফিসে ফ্লপ করলেই উনি অবসাদে ভুগতেন। চারটে শিফটে কাজ করতেন উনি… এখানে ভ্যানিটি ভ্যানের প্রচলনে বাবার অনেক বড় ভূমিকা আছে।” মিমো বলেছেন মিঠুন আসলে তার পরিবারের জন্যই বি-গ্রেড ছবিতে কাজ করতেন।

MITHUN CHAKRABORTY FAMILY

মিঠুন পুত্রের কথায়, “উনি আমাদের জন্যই ওই ছবিগুলো করেছেন। ওঁনার হোটেল ব্যবসার জন্য। উটিতে শ্যুটিং হলে বলিউড বা দক্ষিণী ছবির গোটা ইউনিট আমাদের হোটেলে থাকত। বাবা টাকার জন্য ছবিগুলো করেছে, তার মানে এই নয় যে প্রযোজকদের টাকা জলে গিয়েছে। ৭০ লক্ষ টাকা বাজেটের ছবি বক্স অফিসে ১ কোটির রিটার্ন দিয়েছে। আজও উনি থেমে নেই। উনি ডান্স বাংলা ডান্স, ডান্স ইন্ডিয়া ডান্স করছেন… বাবা যা করেন সবটা পরিবারের জন্য।”

MITHUN CHAKRABORTY

আরও পড়ুন : ছেলের জন্য হেঁট হয়ে যায় মাথা, আজও সমাজে মুখ দেখাতে পারেন না মিঠুন চক্রবর্তী, কেন জানেন?

মিঠুন বলতে গেলে তার কেরিয়ারের শুরু থেকেই স্ট্রাগল করে চলেছেন। একপ্রকার বাবা-মায়ের অমতেই তিনি কলকাতা থেকে মুম্বাইতে এসেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। এমনও দিন গিয়েছে মুম্বাইতে তার মাথা গোঁজার ছাদ ছিল না, খাওয়ার জন্য টাকাও ছিল না। সেখান থেকে একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। আজ অভিনেতা তথা শিল্পী মিঠুন চক্রবর্তীকে গোটা দেশ সম্মান করে।

আরও পড়ুন : যোগিতাকে নিয়ে রটেছিল এমন মারাত্মক কুৎসা, মিঠুন চক্রবর্তীকেও ছিঃ ছিঃ করেন ভক্তরা