অরিজিৎ সিং (Arijit Singh), ভারতীয় সংগীত জগতে যেমন এই নামটাই যথেষ্ট ঠিক তেমনই বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে শুধু সালমান খান (Salman Khan) -র নামটাই যথেষ্ট। আবার এই দুই তারকার মধ্যে যে ঝগড়া রয়েছে সেটাও সকলে জানেন। ঘটনার সূত্রপাত হয় ২০১৪ সাল থেকে। অরিজিত এবং সালমানের ঝগড়া এমন পর্যায়ে পৌঁছেছিল যে সোশ্যাল মিডিয়াতে ভাইজানের সঙ্গে যোগাযোগ করার জন্য কলম ধরতে হয়েছিল অরিজিতকে।
২০১৪ সালে সালমান খান রীতেশ দেশমুখের সঙ্গে একটি অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনা করছিলেন। অরিজিৎ তখন একটি গানের এডিটিং নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। ১২ থেকে ১৩ ঘন্টা একটানা কাজের পর অ্যাওয়ার্ড নিতে কলকাতা থেকে মুম্বাইতে উড়ে গিয়েছিলেন তিনি। এয়ারপোর্ট থেকে হোটেলে পর্যন্ত যাওয়ার সুযোগ পাননি। পায়ে স্লিপার, ক্যাজুয়াল শার্টেই তিনি পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন সেদিন।
অরিজিৎকে দেখে সালমান খানিক ঠাট্টা করে বলেন, “তুই বিজেতা?” ক্লান্তির চোটে এবং খানিক অপমানিত বোধ করে অরিজিত সেদিন বলে বসেন, “আপনারা ঘুম পাড়িয়ে দিয়েছেন।” ব্যাস, অরিজিতের কথায় সালমান এতটাই রেগে যান যে তার রেকর্ড করা গান সালমানের ছবি থেকে বাদ পড়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত সালমানের আর কোনও ছবিতে অরিজিতের গান শোনা যায়নি।
যদিও পরে সোশ্যাল মিডিয়াতে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়ে লেখেন, ‘সেদিন শো-তে আমার ওভাবে কথা বলা ভুল ছিল। আমি বুঝতে পেরেছি পরে। আমি এটির জন্য অত্যন্ত দুঃখিত বোধ করেছি কারণ আমি এবং আমার পরিবার দীর্ঘদিন ধরে আপনার ভক্ত। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আপনি বুঝতে পারেননি।’ এরপর তিনি বলেন সালমানের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন বলেই তাকে সোশ্যাল মিডিয়ার পথ নিতে হয়েছে।
তবে এখানেই শেষ নয়। এরপরেও ভাইরাল হয় অরিজিতের আরও একটি মন্তব্য। অটোটিউন প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি এক শোয়ের সঞ্চালককে জবাব দেন, ‘‘অনেক ভালো গায়কই অটোটিউন নিয়ে বিরক্ত কারণ বাজে গায়করা এটা ব্যবহার করে গান গাইছে। আমার মনে হয় আপনি কীভাবে এটি ব্যবহার করছেন তা আসল।” এরপর তার কাছে প্রশ্ন আসে, “অভিনেতারাও ব্যবহার করছে”।
আরও পড়ুন : বাংলার গর্ব অরিজিৎ, কিশোর কুমারের রেকর্ড ভেঙে গড়তে চলেছেন নতুন রেকর্ড
অরিজিত বলেন, “সালমান-অক্ষয়ও গান গাইছেন। যদিও ভালই। আমার ভাল লাগে।” তবে তার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই সজোরে হেসে ওঠেন। অরিজিতের মন্তব্য শুনে কেউ কেউ লিখছেন, “ভুল তো কিছু বলেনি আমার তো শুনে মনে হল না কোথাও কটাক্ষ করছে। সত্যি কথা সহজ করে বলেছে।” কেউ লিখছেন, “অরিজিৎ একমাত্র সালমান খান চেয়েও যার ক্ষতি করতে পারেনি। এটাই অরিজিত সিংয়ের পাওয়ার।”
আরও পড়ুন : ঠিক যেন পাশের বাড়ির ছেলে, প্রতিবেশীদের খোঁজ নিয়ে থলে হাতে বাজার ছুটলেন অরিজিত
View this post on Instagram