বাংলার গর্ব অরিজিৎ, কিশোর কুমারের রেকর্ড ভেঙে গড়তে চলেছেন নতুন রেকর্ড

ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে বড় ‘অ্যাওয়ার্ড শো’গুলোর মধ্যে অন্যতম হল ফিল্মফেয়ার (Filmfare)। প্রতিবছর বলিউডের প্রতিভাবান শিল্পীদের পুরস্কার দিয়ে সম্মান জানানো হয় এই ‘অ্যাওয়ার্ড শো’তে। ২০২৩ সালেও অনুষ্ঠিত হয়েছে এই অ্যাওয়ার্ড শো। আর এখানেই শোনা গেল শুধু এক বাঙালির জয়জয়কার।

ইনি হলেন আমাদের সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)জিয়াগঞ্জের (Jiaganj) ভূমিপুত্র এবছর উপস্থিত হয়েছিলেন মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনাল সেন্টারে। এখানেই অনুষ্ঠিত হয়েছিল ৬৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)

ARIJIT SINGH

তবে পুরস্কারের মঞ্চে সকল বাঙালির চোখ ছিল বাংলার ছেলে অরিজিৎ সিংয়ের উপর। একদিক থেকে সকলে নিশ্চিত ছিল যে এবছরের সেরা গায়কের পুরষ্কার জিতবেন তিনিই। যদিও শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ৬৮ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা গায়কের পুরস্কার জিতে নিয়েছেন তিনিই।

গত বছর মুক্তি পাওয়া ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ গানটি খুব জনপ্রিয় হয়েছিল। বছরের সবচেয়ে জনপ্রিয় গান হয়েছিল এই গানটি। সেই গানও গেয়েছিলেন অরিজিৎ সিং। আর সেই গান গেয়েছিলেন অরিজিৎ। আর এবার সেই গানের জন্যই ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। আর এই জয় শুধু অরিজিৎ-এর বাংলার জয়।

ARIJIT SINGH

তবে গায়ক অরিজিৎ সিং কিন্তু এবার আরও এক কিংবদন্তি বাঙালি গায়কের রেকর্ড ভেঙে দিতে পারেন। জনপ্রিয় এই বাঙালি গায়ক হলেন কিশোর কুমার। হ্যাঁ, এখনও পর্যন্ত প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে আটটি ফিল্মফেয়ার জিতেছেন একমাত্র কিশোর কুমার, এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেননি।

KESARIYA

কিন্তু অরিজিৎ আর একটি ফিল্মফেয়ার জিতলেই কিশোর কুমারকে ধরে ফেলবেন। যে খুব একটি কঠিন নয় তার কাছে। তার জয়ের খবর খবর শুনে খুশি হয়েছেন সকল বাঙালি। তবে অরিজিৎ ছাড়াও এবছর ফিল্মফেয়ারের সেরা ছবি হয়েছে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, সেরা অভিনেতা হয়েছেন রামকুমার রাও (বাধাই দো), সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি), সেরা পরিচালক হয়েছেন সঞ্জয়লীলা বনশালী (গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি), সমালোচকদের বিচারে সেরা ফিল্ম হয়েছে ‘বাধাই দো’, সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় মিশ্রা।