CarryMinati`s Earning Per Video : একটা সময় ছিল যখন নিজের প্রতিভা সকলেকে দেখানোর একমাত্র মাধ্যম ছিল টেলিভিশন (Television)। কিন্তু টেলিভিশনে নিজের কেরিয়ার গড়ার সুযোগ সবাই পেতেন না। সোশ্যাল মিডিয়া (Social media) আসার পর খুব সহজেই নিজের কাজকে সকলের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। বর্তমান সময় এই সোশ্যাল মিডিয়ার দৌলতে তারকা হয়ে উঠেছেন অনেকেই।
এমনি এক জনপ্রিয় তারকা হলেন ক্যারিমিনাতি (Carry Minati) ওরফে অজয় নাগর (Ajey Nagar)। তাকে চেনে না এমন মানুষ খুব কম রয়েছে ভারতে। মাত্র ২৩ বছর বছর বয়সে নিজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন তিনি। বর্তমান সময় তার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে যার মধ্যে একটির নাম হল ক্যারিমিনাতি ও অন্যটির নাম ক্যারিজলাইভ (carryislive)।
এই দুটি চ্যানেলের মধ্যে ক্যারিমিনাতি চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় প্রায় ৩ কোটি ৯০ লাখ। অন্যদিকে ক্যারিজলাইভ চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১.২ কোটি। প্রথম চ্যানেলটি থেকে মূলত রোস্টিং ভিডিও পোস্ট করেন অজয়। তবে ক্যারিজলাইভ চ্যানেলে গেমিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। তবে তার এই ইউটিউবের জার্নি শুরু হয়েছিল ২০১৪ সালে।
প্রথমে খুব বেশি সাবস্ক্রাইবার ছিল না তার। কিন্তু এক টিকটকারকে রোস্ট করার পর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে শুধু মাত্র ইউটিউব নয় তিনি গত বছর মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘রানওয়ে 34’ (Runway 34)-এ ক্যামিও করেছিলেন। এত কম বয়সে সাফল্য অর্জন করার জন্য বিভিন্ন ম্যাগাজিনে ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে তার নাম বেরিয়েছিল।
টাইম ম্যাগাজিনের ‘টেনথ নেক্সট জেনারেশন লিডার্স ২০১৯’- তার নাম ছিল এছাড়াও ফোর্বস-এর ‘ ৩০ আন্ডার ৩০ এশিয়া’ বিভাগে তার নাম ছিল। তবে প্রশ্ন হল প্রতিটি ভিডিও থেকে কত টাকা আয় করেন এই জনপ্রিয় ইউটিউবার। জানা গিয়েছে, প্রতি ভিডিও থেকে প্রায় ১ লাখ টাকা আয় করেন তিনি। বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা।
আরও পড়ুন : শুধু পোস্ট করেই কামাচ্ছেন কোটি টাকা, এই ৬ ইউটিউবারের সম্পত্তির খতিয়ান জেনে ধনকুবেরাও মুখ লুকায়
তবে শুধু মাত্র ইউটিউব থেকেই টাকা উপার্জন করেন না তিনি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, গান, সিনেমা ইত্যাদি থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন তিনি এবং তার মত বাকি ইউটিউবাররা। জানা গিয়েছে, তার মাসিক আয় অনেক বলিউড তারকার থেকেও বেশি।
আরও পড়ুন : টলিউড ছেড়ে বলিউডে পা দিলেন বাংলার এই জনপ্রিয় ইউটিউবার, শুরু হচ্ছে শ্যুটিং