Gouri Elo Serial`s Child Artist Tara : বাংলা সিরিয়ালের শিশু শিল্পীর উপস্থিতি মানেই সেই সিরিয়াল হিট হতে বাধ্য। বর্তমানে বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) থেকে শুরু করে মিঠাই, পঞ্চমীতে এতদিন ছোট ছোট শিশু শিল্পীদের জনপ্রিয়তা তো সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ে। জি বাংলা (Zee Bangl) -র অন্যতম জনপ্রিয় সিরিয়াল গৌরী এলো (Mithai) -ই বা বাদ যাবে কেন। সেখানেও এবার এল এক ছোট্ট শিশু শিল্পী।
গৌরী এলো সিরিয়ালটি কার্যত আর পাঁচটা সিরিয়ালের থেকে আলাদা। এখানে দেবী-দেবতাদের নিয়ে গল্প দেখানো হয়। সিরিয়ালের নায়ক এবং নায়িকার রয়েছে অলৌকিক শক্তি। এই সিরিয়ালের নায়ক ঈশান হল মহাদেবের প্রতিরূপ এবং গৌরীকে দেবী পার্বতী হিসেবে দেখানো হয়। আর রয়েছেন মা ঘোমটা কালী।
তবে সদ্য এই সিরিয়ালে আরেকটি নতুন চরিত্রের আগমন হল। ঈশান এবং গৌরীর সন্তানের মধ্যেও যে দেবীর অংশ থাকবে তা আসলে বলাই বাহুল্য। কিছুদিন আগেই গৌরী এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। গৌরী-ঈশানের মেয়ের জন্মের পর তাদের ক্ষতি করার জন্য আরও বেশি উঠেপড়ে লেগেছে শৈল মা।
তবে এতদিন যেমন বহু চেষ্টা করেও মা ঘোমটা কালীর আশীর্বাদে গৌরী এবং ঈশানের ক্ষতি করতে ব্যর্থ হয়েছে শৈল মা, ঠিক তেমনি তাদের একমাত্র মেয়ে তারারও তিনি এক চুল ক্ষতি করতে পারেন না। তবে এবার সিরিয়ালের গল্পে আসবে একটা নতুন মোড়। খুব শীঘ্রই লিপ নিতে চলেছে গৌরী এলো সিরিয়ালের গল্প।
সদ্য সিরিয়ালের নতুন একটি প্রোমো প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে তারা বেশ বড় হয়ে গিয়েছে। সে আসলে খোদ ঘোমটা কালীর অংশ। এই চরিত্রে অভিনয় করছেন ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) -র প্রতিযোগী ঋষিতা ওরফে পুটি। এই কাস্টিং নিয়ে দারুণ খুশি হয়েছেন সিরিয়ালের দর্শকরা। কারণ তারা গৌরীর সঙ্গে এই ছোট্ট মেয়ের মুখের বেশ মিল খুঁজে পাচ্ছেন।
আরও পড়ুন : কেটে গেল ২০ বছর, প্রতিশোধ নিতে সূর্যের হাসপাতালে আসছে ডঃ রূপা সেনগুপ্ত, মহাচমক অনুরাগের ছোঁয়াতে
যারা ডান্স বাংলা ডান্সে ঋষিতাকে দেখেছেন তারাও খুব খুশি। দর্শকরা আশা করছেন এবার আরও জমে উঠবে গৌরী এলো ধারাবাহিকের গল্প। এমনিতেই দীর্ঘ সময় ধরে এই সিরিয়ালের টিআরপি বেশ চড়া। স্টার জলসার সিরিয়ালগুলো গৌরীর বিপরীতে স্লট পায় না। গল্পে এবার এই ছোট্ট সদস্যের আগমনে নতুন ট্র্যাক আরও জমজমাট হবে বলে ধরেই নিচ্ছেন দর্শকরা।
আরও পড়ুন : হাঁপানি রোগী হয়েও বক্সিং চ্যাম্পিয়ন, চমকে দেবে জি বাংলার নতুন নায়িকা ফুলকির পরিচয়