৩০৮ মহিলা শয্যাসঙ্গী হয়েছিলেন সঞ্জয় দত্তের, এদের মধ্যে এই ৬ বলিউড সুন্দরীও রয়েছেন

বলিউড (Bollywood) অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutta) -এর ব্যক্তিগত জীবন ছিল খুবই রঙিন এবং বেশ আকর্ষণীয়। ছোট থেকেই তার জীবনে একাধিক চড়াই-উতরাই রয়েছে। সুনীল দত্ত (Sunil Dutta) এবং নার্গিস (Nargis) এর একমাত্র সন্তানের জীবন কেমন নানা ঘটনায় ঘেরা ছিল তার জলজ্যান্ত প্রমাণ তো তার বায়োপিক ‘সঞ্জু’ (Sanju) -তেই দেখেছেন দর্শকরা। তাকে নিয়ে অনেকগুলি অবাক করা তথ্যের মধ্যে একটি ছিল তার প্রেম জীবন।

সঞ্জয় দত্ত নিজের মুখে স্বীকার করেন তিনি তার গোটা জীবনে অন্তত ৩০০ -এর বেশি মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। সংখ্যাটা ৩০৭ বলে দাবি করা হয়েছিল তার বায়োপিকে। এই তালিকায় ৬ জন বলিউড সুন্দরীও ছিলেন। দেখে নিন বলিউডের সেই প্রখ্যাত অভিনেত্রীদের নাম যাদের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক ছিল।

Tina Munim and sanjay dutta

টিনা মুনিম (Tina Munim) : আশির দশকের অভিনেত্রী টিনা মুনিম এবং সঞ্জয় দত্ত ‘রকি’ সিনেমাতে অভিনয় করেছিলেন। এই ছবির শুটিং চলাকালীন তারা একে অপরের কাছাকাছি আসেন। শোনা যায় তারা নাকি বিয়েও করেছিলেন। বেশ কিছু সংবাদ মাধ্যম এমনটাই দাবি করে। কিন্তু তাদের সেই সম্পর্কটা বেশিদিন টেঁকেনি।

রিচা শর্মা (Richa Sharma) : সঞ্জয় দত্তকে নিয়ে অনেক জল্পনা থাকলেও সামাজিকভাবে তিনি কিন্তু প্রথম বিয়েটা করেছিলেন রিচাকে। তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় যার নাম ত্রিশলা। কিন্তু কিছুদিনের মধ্যে তাদের এই সম্পর্কটা ভেঙে যায়। পরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান রিচা।

Lisa Ray

লিসা রে (Lisa Ray) : রিচার পর সঞ্জয় দত্তের জীবনে আসেন লিসা। তারা কিছুদিন বেশ ভালই সময় কাটাচ্ছিলেন। কিন্তু সঞ্জয় দত্তের অন্যান্য সম্পর্কের মত এই সম্পর্কটাও স্থায়ী হয়নি। খুব কম সময়ের মধ্যেই তারা আলাদা হয়ে যান।

Riya Pillai and sanjay dutta

রিয়া পিল্লাই (Riya Pillai) : সঞ্জয় দত্ত তার জীবনের এক পর্যায়ে রিয়া পিল্লাই নামের এক অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন। পেশায় তিনি ছিলেন একজন মডেল। কিন্তু অন্যান্য বারের মত এবারও তাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়।

madhuri and sanjay dutta

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত বেশ কিছুদিন প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানা যায়। তাদের সম্পর্কটা আসলে বলিউডের ওপেন সিক্রেটের মত। পরে সঞ্জয় দত্তের নাম মুম্বাই বিস্ফোরণ কান্ডে জড়িয়ে যাওয়াতে সম্পর্ক ছিন্ন করেন মাধুরী।

Rekha

আরও পড়ুন : স্বামীর সুইসাইড নোট শেষ করে দেয় রেখার জীবন, মুকেশ কী লিখেছিলেন জানলে হুঁশ উড়ে যাবে

রেখা (Rekha) : বলিউডে গুঞ্জন ছিল রেখা এবং সঞ্জয় দত্ত নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন। তাদের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন ছিল চরমে। এমনকি তারা গোপনে বিয়ে করেছেন এমনটাও দাবি করে কিছু কিছু সংবাদ মাধ্যম। কেউ কেউ মনে করেন রেখা আজও সঞ্জয় দত্তের জন্যই সিঁদুর পরেন।

আরও পড়ুন : ৬ মাসের অন্তঃসত্ত্বা মুসলিম মেয়েকে বিয়ে করেন সঞ্জয়, আজ সেই স্ত্রীর কথায় উঠেন-বসেন সঞ্জয় দত্ত