দিব্যা ভারতীর মৃত্যুর পর ঘটেছিল এই অলৌকিক ঘটনা, শুনলে গায়ে কাঁটা দেবে

বলিউড (Bollywood) অভিনেত্রী দিব্যা ভারতী (Divya Bharti) -এর নামের সঙ্গে নিশ্চয়ই পরিচিত আপনি? আপনি যদি বলিউডপ্রেমী হয়ে থাকেন তাহলে ৯০ এর দশকের এই সুন্দরী অভিনেত্রীকে দেখেননি বা তার নাম শোনেননি এটা হতেই পারে না। দিব্যা ভারতী তার সমকালীন সময়ের সমস্ত অভিনেত্রীদের থেকে এগিয়েছিলেন তার রূপে ও অভিনয় দক্ষতায়। তিনি বলিউডে আসার পর অনেক নায়িকারই রাতের ঘুম উড়ে গিয়েছিল।

তবে দিব্যা ছিলেন অনেকটা ঠিক বলিউডের আকাশে ধূমকেতুর মত। তিনি সর্বসাকুল্যে তিনটি বছর বলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কারণ খুব কম বয়সে তার প্রয়াণ ঘটে। তাও আবার দুর্ঘটনাজনিত কারণে। মাত্র ১৯ বছর বয়সে এক পাঁচ তলা বিল্ডিংয়ের বারান্দা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।

DIVYA BHARTI

দিব্যা ভারতীর মৃত্যু নিয়ে অনেক জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রিতে। কেউ কেউ বলেন তার মৃত্যু স্বাভাবিক নয়। দিব্যার মৃত্যুর পেছনে অনেকে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। সরাসরি অভিযোগের আঙ্গুল উঠেছিল তার স্বামীর সাজিদ নাদিয়াদওয়ালার দিকে। অভিযোগ ওঠে তিনিই নাকি সেদিন ধাক্কা মেরে দিব্যাকে খোলা বারান্দা থেকে নিচে ফেলে দেন।

তবে দিব্যার মৃত্যুর রহস্যটা আসলে তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেন ধামাচাপা পড়ে যায়। কিন্তু তিনি আজও বেঁচে আছেন তার কোটি কোটি ভক্তের মনে। ১৬ বছর বয়সে কেরিয়ার শুরু করে তিন বছরে তিনি যত সংখ্যক ছবিতে অভিনয় করেন তা একটা রেকর্ড বলা যেতে পারে। ১৯৯০ সালে তেলেগু ছবি বব্বিলি রাজা দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। ১৯৯২ সালে তিনি বিশ্বাত্মা ছবির হাত ধরে বলিউডে পা রাখেন।

DIVYA BHARTI

এরপর দিওয়ানা এবং শোলা অর শবনম ছবিতে অভিনয় করে তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছিলেন যে তাকে ঘুরে তাকাতে হয়নি। যে সময় তার মৃত্যু হয় সে সময় অন্তত দশটি ছবির শুটিংয়ের কাজ চলছিল। কিন্তু তারপরেই তার মৃত্যুর খবর আসে। দিব্যার মৃত্যুর পর তার অভিনীত শেষ ছবি ‘রং’ এর ট্রায়ালের সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা।

DIVYA BHARTI

আরও পড়ুন : কারও পৌষ মাস, কারও সর্বনাশ, দিব্যা ভারতীর মৃত্যুতে সব থেকে বেশি লাভ হয় এই ৫ অভিনেত্রীর

‘রং’ ছবিতে দিব্যার সঙ্গে অভিনয় করেছিলেন আয়েশা জুলকা। তিনি একটি সাক্ষাৎকারে বলেন দিব্যার মৃত্যুর পর যখন ছবি ট্রায়াল চলছিল তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। ট্রায়ালের সময় যখনই দিব্যা স্ক্রিনে আসেন ঠিক তখনই স্ক্রিনটা ভেঙে পড়ে। এতে উপস্থিত সকলেই খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেই দিনটার কথা কোনদিনও ভুলতে পারবেন না বলছেন আয়েশা।

আরও পড়ুন : আত্মহত্যা নাকি খুন, দিব্যা ভারতীর মৃত্যুর রাতে কী ঘটেছিল? ৩০ বছরেও অধরা সেই রহস্য