‘পালকিতে বউ চলে যায়’ গান আজও ভোলেনি বাঙালি, কোথায় হারিয়ে গেলেন গায়িকা মিতা চ্যাটার্জী?

৯০ এর দশকে বিয়ে বাড়ির অনুষ্ঠান মানেই বেজে উঠবে ‘পালকিতে বউ চলে যায়’ (Palki Te Bou Chole Jai) গান। শুধু বিয়ে বাড়ি নয়, যেকোনও আনন্দ অনুষ্ঠান কিংবা পূজা প্যান্ডেলের মাইকেও তখন শোনা যেত গায়িকা মিতা চ্যাটার্জী (Mita Chatterjee) -এর কন্ঠের এই জনপ্রিয় গানটি। গানটা যেন আজও বাঙালির মনে গেঁথে রয়ে গিয়েছে। কিন্তু গায়িকার আর কোনও হদিস নেই।

মিতা চ্যাটার্জী আশাকন্ঠী গায়িকা হিসেবে পরিচিত ছিলেন। তাকে বাংলার আশা ভোঁসলে বলা হত। যদিও নিজেকে আশাকন্ঠী হিসেবে শুনতে তিনি পছন্দ করতেন না। তবে জনপ্রিয় গায়িকা আশা দেবীর গানের স্টাইল তিনি নকল করতেন। তা করতে গিয়েই তিনি বাঙালির কাছে আশাকন্ঠী হিসেবে পরিচিতি পান।

MITA CHATTERJEE

৯০ এর দশকে বাঙালি শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন মিতা। তবে তার গাওয়া যে গানটি সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল সেটা ছিল ‘পালকিতে বউ চলে যায়’। আজ তিন দশক পরেও এই গানের জনপ্রিয়তা একইরকম রয়েছে। তবে ওই একটি গান শুধু নয়, মিতা এরকম আরও অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন সংগীত প্রেমীদের।

যদিও গানটি যখন প্রথমবার মুক্তি পায় তখন কিন্তু তার জনপ্রিয়তা একেবারেই ছিল না। সাত বছর পর এই গান আরও একবার মুক্তি পেয়েছিল। আর দ্বিতীয়বার মুক্তি পাওয়ার পরই গানটি ব্যাপক মাত্রায় জনপ্রিয়তা পেতে শুরু করে। গায়িকা নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই কথাটি।

MITA CHATTERJEE

মিতাকে সকলে আশাকন্ঠী হিসেবে চিনলেও গায়িকা নিজে চাইতেন দর্শকরা তাকে তার নামে চিনুন। তিনি নিজের নামে পরিচিতি পেতে চাইতেন। সেই কারণে তিনি নিজের গানের মাধ্যমে পরিচয় গড়ে তুলতে চাইছিলেন। ১৯৯৩ সালে তিনি একটি মিউজিক কোম্পানিতে যোগ দেন এবং তার গলায় ‘পালকিতে বউ চলে যায়’ গানটি রিলিজ হয়। কিন্তু তার দুর্ভাগ্য, প্রথমে গানটি দর্শকদের মনে ধরেনি।

MITA CHATTERJEE

আরও পড়ুন : কেন অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন? আসল রহস্য ফাঁস করেন মেয়ে মুনমুন

সাত বছর পর ২০০০ সালে যখন অন্য একটি মিউজিক কোম্পানি ওই একই গান পুনরায় রিলিজ করে তখন মিতার জনপ্রিয়তা রাতারাতি বেড়ে যায়। জীবনে একবার আশা ভোঁসলের সঙ্গে দেখা করার ইচ্ছে তার পূরণ হয়েছিল। একটি অনুষ্ঠানে তিনি আশা দেবীর পায়ের কাছে বসে ছিলেন এবং তাকে প্রণাম করেন। গায়িকা তাকে জীবনের পথে এগিয়ে যাওয়ার আশীর্বাদ দেন।

আরও পড়ুন : উত্তমকুমারের শেষ ইচ্ছে পূরণ করতে পারেননি, আজও আফসোসের শেষ নেই অপর্ণার