উত্তমকুমারের শেষ ইচ্ছে পূরণ করতে পারেননি, আজও আফসোসের শেষ নেই অপর্ণার

ফিরিয়ে দিয়েছিলেন উত্তমকুমারকে, মহানায়কের শেষ ইচ্ছে পূরণ করতে পারেননি অপর্ণা সেন

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অপর্ণা সেন (Aparna Sen)টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার (Uttam Kumar) সুচিত্রা সেনের যুগের একজন বড় তারকা ছিলেন অপর্ণাও। উত্তম কুমারের সঙ্গে তার একাধিক সুপারহিট ছবি ছিল। উত্তম-সুচিত্রা জুটির পাশাপাশি সেই সময় উত্তম-অপর্ণা জুটিও দর্শকদের কাছে অনেক জনপ্রিয় ছিল।

উত্তম কুমারের সঙ্গে বরাবরই অপর্ণা সেনের সম্পর্কটা বেশ ভাল ছিল। অপর্ণা সেন তার সমকালীন সময়ের প্রত্যেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন। ১৯৬১ সালে ‘সমাপ্তি’ ছবির হাত ধরে তিনি অভিনয় দুনিয়াতে পা রাখেন। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। মেমসাহেব, উনিশে এপ্রিল, বসন্ত বিলাপ, একান্ত আপন, আকাশ কুসুম এর মত একাধিক সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেন।

APARNA SEN

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছিলেন অপর নাম। তার পরিচালনাতে অসংখ্য সুপারহিট ছবি রয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। এর মধ্যে দ্য জাপানিজ ওয়াইফ, ৩৬ চৌরঙ্গী লেন, ইতি মৃণালিনী, পারমিতার একদিন অন্যতম গুরুত্বপূর্ণ। অভিনেত্রী এবং পরিচালিকা হিসেবে টলিউডে অনেক জনপ্রিয়তা পেয়েছেন অপর্ণা।

তবে তা সত্ত্বেও তার জীবনে একটি বড় আফসোস রয়ে গিয়েছে। উত্তম কুমারকে নিয়ে আজও আক্ষেপে ভোগেন তিনি। মহানায়কের শেষ ইচ্ছেটা তিনি পূরণ করতে পারেননি। একসময় কিন্তু উত্তম-অপর্ণা জুটি বক্স অফিসে তুমুল হিট হয়েছিল। দর্শকরা সেই সময় উত্তম কুমারের নায়িকা হিসেবে অপর্ণা সেনকেও দেখতে চাইতেন।

APARNA SEN

উত্তম এবং অপর্ণা সেই সময় ১৪ টি ছবিতে অভিনয় করেছিলেন। সবকটি ছবিই সুপারহিট হয়েছিল। তবে এই সংখ্যাটা ১৫ হতে পারত যদি মহানায়কের শেষ প্রস্তাবে তিনি রাজি হয়ে যেতেন। ‘ওগো বধূ সুন্দরী’ ছবিতে সুমিত্রা মুখার্জির বদলে উত্তম কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা ছিল অপর্ণা সেনেরই। কিন্তু তিনি সেকেন্ড লিডে অভিনয় করতে চাননি।

OGO BODHU SUNDORI

আরও পড়ুন ‌: ‘ওগো বধূ সুন্দরী’র শুটিংয়ে অপমান মানতে পারেননি, উত্তমকুমারের মৃত্যুর জন্য মৌসুমীকে দায়ী করেন সুপ্রিয়া

তবে এই ছবিটাই ছিল মহানায়কের শেষ ছবি। এই ছবির শুটিং করতে করতেই প্রয়াত হন উত্তম কুমার। অপর্ণা সেন আক্ষেপ করে বলেন যদি তিনি জানতেন এটাই উত্তম কুমারের শেষ ছবি হবে তাহলে তিনি কখনও ‘ওগো বধূ সুন্দরী’র অফার ফিরিয়ে দিতেন না। আজ এত বছর বাদেও তার মনের মধ্যে এই আফসোস রয়ে গিয়েছে।

আরও পড়ুন ‌: সাধে বলে না মহানায়ক! একটা ছবির জন্য কত পারিশ্রমিক নিতেন উত্তম কুমার?