Jeetendra White Dress : বলিউডের নায়ক-নায়িকাদের ফ্যাশন ও স্টাইল সম্পর্কে জানতে আগ্ৰহী এদেশের বহু মানুষ। তবে সেটা আজ থেকেই নয়, বহুকাল ধরেই এই ধারা অব্যাহত রয়েছে। বলিউড তারকা’দের স্টাইল-স্টেটমেন্ট আলাদা আলাদা ধরনের হয়। সব তারকারই নিজস্ব ফ্যাশন সেন্স রয়েছে। সেই অনুযায়ী সাজগোজ করেন এই তারকারা।
৬০-৭০-এর দশকেও বহু তারকার স্টাইল খুব জনপ্রিয় ছিল। সেই সময় এমন একজন নায়ক ছিলেন যার স্টাইল স্টেটমেন্ট আজও ধরে রেখেছেন এই জনপ্রিয় অভিনেতা। ইনি হলেন অভিনেতা জিতেন্দ্র। তার স্টাইল মানেই সাদা পোশাক।
সেই সময় শ্যুটিং থেকে শুরু করে কোনও অনুষ্ঠানে যাওয়া। সব জায়গাতে সাদা পোশাকে দেখা যেত নায়ক জিতেন্দ্রকে। কিন্তু প্রথম দিকে রঙিন পোশাক পরতেন। তবে একটা সময়ের পর শুধু মাত্র সাদা পোশাকেই দেখা যেত এই নায়ককে। তাহলে কী পিছনে কোনও কারণ রয়েছে। সেই বিষয়ে নিয়েই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
আসলে কেরিয়ারের শুরুতে অনেক কষ্ট করতে হয়েছিল জিতেন্দ্রকে। নায়ক হওয়ার সিনেমার সেটে ইমিটেশন জুয়েলারি বিক্রি করতেন তিনি। সেখান থেকেই অভিনয় করার সুযোগ এসেছিল তার কাছে। কিন্তু প্রথমে পাশ্বচরিত্রে অভিনয় করতে দেখা যেত তাকে। তারপর ১৯৬৭ সালে মুক্তি পায় ‘ফর্জ’ (Farz)। এই ছবিটি বক্স অফিসে ভালো ফল করেছিল।
এই ছবিতে ববিতা তার নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবির ‘মস্ত বাহারোঁ কা ম্যায় আশিক’ গানটি খুব হিট হয়েছিল। এই ছবিতে প্রথম বার সাদা পোশাক পরে নাচ গান করতে দেখা গিয়েছিল তাকে। আর এই ছবি হিট হওয়ার পর থেকে প্রায় সব ছবিতেই এমননি সাদা পোশাক পরে নাচ-গান করতে দেখা যেত জিতেন্দ্রকে। জিতেন্দ্র ছাড়াও মিঠুন চক্রবর্তীকেও দেখা গিয়েছে সাদা পোশাকে দেখা গিয়েছে।
আরও পড়ুন : নীতা আম্বানীর গাউনের দামে গোটা বিশ্ব ঘোরা যাবে, এর দাম আপনার কল্পনারও বাইরে
তবে সাদা পোশাক পরা নিয়ে জানতে চাওয়ায় জিতেন্দ্র জানিয়েছেন, “তাকে অন্য রঙের পোশাক পরলে খুব বেটে লাগতো তাই সাদা পোশাক পরতেন।” এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন, “সাদা পোশাক পরাটা একটা চ্যালেঞ্জও বটে। কারণ সাদা পোশাক পরলে ফিটনেসের দিকে বিশেষ নজর দিতে হয়। নাহলে খারাপ দেখতে লাগে। তাই নিজেকে ফিট রাখতে সাদা পোশাক পরতেন তিনি।” এখন যে কোনও অনুষ্ঠানে গেলে সাদা পোশাক পরতে দেখা যায় জিতেন্দ্রকে। এত বছর পরেও নিজের স্টাইল স্টেটমেন্ট ধরে রেখেছেন তিনি।
আরও পড়ুন : সিগনালে গাড়ি থামিয়ে নীতাকে প্রেম নিবেদন, ফিল্মিস্টাইলে প্রেমিকাকে বিয়েতে রাজি করেন মুকেশ আম্বানি