Actress Vijayata Pandit : টলিউড (Tollywood) অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) প্রথম হিট ছবি হল অমর সঙ্গী (Amar Sangi)। বাঙালি দর্শকদের মধ্যে খুব কম এমন মানুষ রয়েছেন যারা এই ছবি দেখেননি। এই ছবিই বাঙালিকে এক নতুন নায়কের সঙ্গে পরিচয় করিয়েছিল। ইনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
তবে প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিজয়েতা পন্ডিত (Vijayata Pandit)। বিখ্যাত সঙ্গীত পরিচালক যতীন ও ললিত পন্ডিত ছিলেন তার দাদা। এক সময় বিজয়েতার রূপ দেখেই তাকে রাজেন্দ্র কুমার লাভ স্টোরি (Love Story) ছবির নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব (Kumar Gourav)।
এই ছবিটি সুপারহিট হওয়ার পর কুমার গৌরব আর বিজয়েতা জুটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। জানা যায়, ছবির শ্যুটিং চলাকালীন বিজয়েতা ও কুমার গৌরবের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু তাদের সম্পর্কের কথা রাজেন্দ্র কুমার জানতে পারায়। এই সম্পর্ক মেনে নেননি তিনি।
জানা গিয়েছে, কুমার গৌরবকে ভালোবাসার জন্যই বিজয়েতার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল। গৌরবের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছবিতে অভিনয় করা বন্ধ করে দেন। তারপর আবার ৪ বছর পর অভিনয় জগতে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু তারপর একটি ছবিও হিট হয়েনি তার।
আরও পড়ুন – সুপারস্টার বাবার সুপারফ্লপ ছেলে, একাধিক সুযোগ পেয়েও বলিউডে চূড়ান্ত ফ্লপ এই স্টার কিডরা
তবে এরপর আরও একবার প্রেমে পরেছিলেন বিজয়েতা। এবার তার প্রেমিক হলেন পরিচালক সমীর মালকন। ১৯৮৭ সালে তাকে বিয়ে করেছিলেন বিজয়েতা। কিন্তু এই বিয়েও বেশিদিন টেকেনি। দুই বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়েগিয়েছিল।
আরও পড়ুন – বিয়ের ১৫ বছর পর ডিভোর্স, বিচ্ছেদ নিলেন টলিউডের এই জনপ্রিয় দম্পতি
ব্যক্তিগত জীবনে এই সব সমস্যা কাটিয়ে আবার ১৯৯০ সালে পরিচালক আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করেছিলেন তিনি। তাদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তার স্বামী আদেশ শ্রীবাস্তবের। তারপর তার জীবনে চরম আর্থিক সমস্যা নেমে আসে যদিও এই সব কিছুই কাটিয়ে উঠতে পেরেছিলেন তিনি।