Real Family Of Ramayan Cast : প্রথমবার ছোটপর্দার রামায়ণ (Ramayana) মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালে। কিন্তু এত বছর পরেও এই চরিত্রগুলি (characters) খুব জনপ্রিয়। দর্শকরা আজও ভুলতে পারেনি এই চরিত্রগুলোকে। পরিচালক রামানন্দ সাগরের (Ramanand Sagar) বিখ্যাত এই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের জীবন সঙ্গীদের নাম দেওয়া হল এই প্রতিবেদনে।
দারা সিং (Dara Singh): রামায়ণ ধারাবাহকে হনুমানের (Hanuman) চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা দারা সিং। তিনি মাত্র ১৪ বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে ১০ বছরের বেশি টেকেনি। পরে সুরজিত কৌরকে বিয়ে করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।
অরুণ গোভিল (Arun Govil): রামায়ণ ধারাবাহকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। তিনি বিয়ে করেছিলেন শ্রীলেখা গোভিলকে। তাদের এক কন্যা ও পুত্র রয়েছে। যদিও তার পরিবারকে খুব কম দেখা গিয়েছে প্রকাশ্যে।
সঞ্জয় জোগ (Sanjay Jog): রামায়ণ ধারাবাহকে রামচন্দ্রের ভাই ভরতের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় জোগ। তিনি বহু মারাঠী ছবিতেও (Marathi movie) অভিনয় করেছেন। তার স্ত্রীর নাম নীতা যিনি পেশায় একজন আইনজীবী। মাত্র ৪০ বছর বয়সে এই পৃথিবীর ছেড়ে চলে যায় সঞ্জয়।
সুনীল লাহিড়ী (Sunil Lahiri): রামায়ণ ধারাবাহকে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা সুনীল লাহিড়ী। তিনি দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম রাধা সেন এবং তার দ্বিতীয় স্ত্রীর নাম ভারতী পাঠক। এখন সিনেমার দুনিয়া থেকে দূরেই থাকেন তিনি।
পদ্মা খান্না (Padma Khanna): রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহকে কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছিলেন পদ্মা খান্না। তার বিয়ে হয় জগদীশ এল সিদানার সঙ্গে। বিয়ের পর তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন আমেরিকা। সেখানেই একটি কথক অ্যাকাডেমি চালান তিনি।
অরবিন্দ ত্রিবেদী (Arvind Trivedi): রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার স্ত্রীর নাম হল নলিনী অরবিন্দ ত্রিবেদী। তাদের কন্যা সন্তান রয়েছে। তবে ২০২১ সালে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তিনি। কিন্তু তার অভিনীত চরিত্রটি তাকে দর্শকদের মনে বাঁচিয়ে রাখবে।
আরও পড়ুন – ‘রামায়ন’ নির্মাণের বাজেট কত ছিল? কত টাকা আয় হয়েছিল জানেন?
বিজয় আরোরা (Vijay Arora): রামায়ণ ধারাবাহকে মেঘনাদের চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় আরোরা। তিনি বলিউডের বেশ কিছু ছবিতেও অভিনয় করেছিলেন। তারপর প্রাক্তন মডেল (model) ও মিস ইন্ডিয়া (Miss India) দিলবার দেবরাকে বিয়ে করেছিলেন।
আরও পড়ুন – ‘রাম তেরি গঙ্গা মইলি’তে অডিশন দেন রামায়নের সীতা, সুযোগ পেলেন না এই একটি কারণে
দীপিকা চিখালিয়া (Deepika Chikhalia): রামায়ণের অন্যতম জনপ্রিয় চরিত্র হল সীতা। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দীপিকা চিখালিয়া। বর্তমান সময় অভিনয় জগত থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি। তার স্বামীর নাম হেমন্ত টপিওয়ালা।