দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক, অরিজিৎ সিং একটি গানের জন্য কত টাকা নেন জানেন?

বর্তমানে ভারতবর্ষের সেরা গায়কদের মধ্যে অন্যতম একজন হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। গত কয়েক বছরের মধ্যে তার জনপ্রিয়তা সারা দেশের মধ্যে বেড়েছে। এমনকি বিদেশেও রয়েছে তার অনেক সুনাম। ২০০৫ সালের ফেম গুরুকুলের ব্যর্থ প্রতিযোগী অরিজিৎ সিং আজ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক। জানেন প্রতিটি গানের জন্য কত টাকা পারিশ্রমিক নেন তিনি?

গত এক দশকের বেশি সময় ধরে অরিজিৎ সিং তার গানের মাধ্যমে সারা দেশের মানুষের মন জয় করেছেন। বাংলার পাশাপাশি হিন্দি এবং অন্যান্য ভাষাতেও তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। বলিউডে (Bollywood) তার যাত্রা শুরু হয়েছিল ‘মার্ডার টু’ ছবির ‘ফির মহব্বত’ গানটি দিয়ে। এরপর ২০১৩ সালে ‘আশিকি টু’ এর গানগুলি তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়।

ARIJIT SINGH

‘আশিকি টু’ ছবির ‘তুম হি হো’ গানটি গেয়ে তিনি রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। এই গান তাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এনে দেয়। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। বলিউডের একের পর এক ছবিতে তিনি গান গাওয়ার সুযোগ পেয়েছেন। আজ ভারতীয় সংগীত জগতে তার একটা নিজস্ব পরিচয় গড়ে উঠেছে।

অরিজিৎ সিংয়ের কন্ঠে গান শুনতে খুবই পছন্দ করেন অনুরাগীরা। তার গানের প্রতি ভক্তদের এমন ক্রেজ তাকে বর্তমানে ভারতের সেরা গায়কের পর্যায়ে নিয়ে গিয়েছে। বর্তমানে অরিজিৎ সিং বলিউড ছবিতে গান গাওয়ার জন্য ১৮-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছে। তবে ছবির গানের তুলনায় তিনি বেশি উপার্জন করেন কনসার্টে গান গেয়ে।

ARIJIT SINGH

এক রাতের কনসার্টে কয়েক ঘন্টা গান গেয়ে অরিজিৎ সিং ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা পারিশ্রমিক নেন। সম্প্রতি তিনি একটি কনসার্ট থেকে আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা যায়। অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য সব সময় চড়াই থাকে। ২৫০০-৩০০০ টাকা থেকে শুরু করে টিকিটের মূল্য অনেক সময় বিশেষ বিভাগের জন্য ৫০-৭৫ হাজার টাকাতেও পৌঁছে যায়।

ARIJIT SINGH

অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য কেন এত চড়া, সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই বিস্তর সমালোচনা হয়। আসলে দেশের সব প্রান্তেই অরিজিৎ সিংয়ের ভক্ত সংখ্যা প্রচুর। তার কনসার্টে উপচে পড়ে দর্শকদের ভিড়। এমনকি হলের ভেতরে ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়েও বহু মানুষ তার গান শুনতে আসেন। ভক্তদের এমন ভালোবাসা অরিজিৎকে দেশের সেরা গায়ক করে তুলেছে।