সিনেমা না করেও দিন কাটছে ঠাটেবাটে, ব্যবসা করে কোটি টাকা কামাচ্ছেন এই ৬ অভিনেত্রী

একসময় অভিনয়ের মাধ্যমে তারা হয়ে উঠেছিলেন বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেত্রী। আর এখন কেউ কেউ বছরে দু-তিনটে ছবি করেন, কেউ আবার তাও করেন না। ক্যাটরিনা কাইফ, শিল্পা শেট্টি থেকে শুরু করে অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ারা অভিনয়ের পাশাপাশি অন্য ব্যবসা খুলেও সফল ব্যবসায়ী হয়েছেন। ব্যবসা থেকেই বছরে তাদের উপার্জন কোটি টাকা। এক নজরে দেখে নিন এই তালিকায় কারা রয়েছেন।

শিল্পা শেট্টি (Shilpa Shetty) : ফিটনেস নিয়ে ভীষণ সতর্ক শিল্পা শেট্টি। তার খাওয়া-দাওয়া এবং জীবনযাত্রা সম্পর্কে জানতে আগ্রহী ভক্তরা। ইউটিউবে স্বাস্থ্যকর খাবারের উপর চ্যানেল বানিয়ে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। মুম্বাইতে তার একটি গ্র্যান্ড রেস্তোরা আছে। সিনেমা না করে শুধু ইউটিউব এবং রেস্তোরা থেকেই কোটি টাকা উপার্জন করেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ১৩০ কোটি টাকা।

PRIYANKA CHOPRA

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : ভারতের এই দেশি গার্ল এখন বিদেশে সংসার এবং কেরিয়ার গড়ে তুলেছেন। পার্পেল পেবল পিকচার্স নামে তার একটি প্রযোজনা সংস্থা আছে। এছাড়া তার নিজস্ব হেয়ার কেয়ার ব্রান্ড অ্যানোম্যালিও বেশ বিখ্যাত এখন। সেই সঙ্গে সোনা নামে একটি বিলাসবহুল রেস্তোরা ও ডিনারওয়ার ব্রান্ড তিনি খুলে ফেলেছেন বিদেশে।

অনুষ্কা শর্মা (Anushka Sharma) : মেয়ের জন্মের পর আপাতত অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনুষ্কা। মেয়েকে সময় দেওয়ার পাশাপাশি নিজে কিছু করার জন্য তিনি ব্যবসা খুলেছেন। তার নিজস্ব প্রোডাকশন হাউজ থেকে অনেক ছবি মুক্তি পেয়েছে। সেই সঙ্গে তিনি পোশাকের ব্র্যান্ড নুশের মালিক। তার মোট সম্পত্তির পরিমাণ এখন ২৬৫ কোটি টাকা।

KATRINA KAPOOR

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা এখন তার ব্যবসা সামলাচ্ছেন। তিনি কে বিউটি নামের একটি বিউটি প্রোডাক্ট ব্র্যান্ড কোম্পানির মালিক। ২০১৯ সালে তিনি এই ব্র্যান্ড চালু করেন। তার মোট সম্পত্তির পরিমাণ ২৩০ কোটি টাকা।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : দীপিকারও নিজস্ব একটি পোশাকের ব্র্যান্ড আছে যার নাম অল অ্যাবাউট ইউ। দীপিকা 82e নামের একটি স্ক্রিন কেয়ার ব্রান্ড চালু করেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ এখন ৩৬৬ কোটি টাকা।

ALIA BHATT

আলিয়া ভাট (Alia Bhatt) : এই তালিকার সর্বশেষ সংযোজিত নামটি হল আলিয়ার। এড এ মামা নামের একটি পোশাকের ব্র্যান্ড চালু করেছেন তিনি। দুই থেকে চার বছর বয়সে শিশু এবং প্রসূতিদের জন্য পোশাক তৈরি করে এই সংস্থাটি। আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ এখন ১৮০ কোটি টাকা। অভিনয় এবং ব্যবসা ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপন করে তিনি অর্থ উপার্জন করেন।