বিল গেটস (Bill Gates), ইলন মাস্ক (Elon Musk) থেকে শুরু করে মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং আরও অন্যান্য বিশ্ববিখ্যাত ধনকুবেররা যাদের সম্পত্তির পরিমাণ কার্যত গুনে শেষ করা যাবে না। এদের উপরেই কার্যত নির্ভর করছে বিভিন্ন দেশের অর্থনীতি। এদের সম্পত্তির পরিমাণ একজন সাধারণ মানুষ কল্পনাও করতে পারবেন না। কিন্তু হঠাৎ যদি এরাই গরিব হয়ে যান তাহলে তাদের দেখতে ঠিক কেমন লাগবে? AI এঁকে দেখালো সেই ছবি।
এখানে প্রথম ছবিতেই দেখা যাচ্ছে ইলন মাস্কের ছবি। স্পেস এক্স এবং টেসলার মালিক ইলন মাস্ক প্রযুক্তির দুনিয়াতে নতুন মোড় এনেছেন। ইনি হলেন বিশ্বের দ্বিতীয় বিলিয়নিয়ার যার কাছে মোট সম্পত্তি রয়েছে ১৫১ বিলিয়ান মার্কিন ডলারের। এই ইলন মাস্কই যদি কখনও গরিব হয়ে যান তাহলে তাকে ঠিক এরকম দেখতে লাগবে।
দ্বিতীয় ছবিতে যিনি রয়েছেন তাকে দেখে এক নজরে চেনা মুশকিল হতে পারে। কিন্তু একটু ভাল করে দেখলেই বুঝতে পারবেন ইনি হলেন ভারত তথা এশিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি। এই মুহূর্তে মুকেশ আম্বানির কাছে রয়েছে ১৫ হাজার কোটি ডলারের সম্পত্তি। রিলায়েন্সের কর্ণধারের উপর দুর্দিন নেমে এলে তাকে এরকম দেখতে লাগবে, বলছে প্রযুক্তি।
ধনকুবেরদের নিয়ে এরকম মজার মজার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গোকুল পিল্লাই নামের একজন ইউজার। তিনি মোট সাতজনের ছবি শেয়ার করেছেন স্লাম ডগ মিলিয়নিয়ার ক্যাপশন দিয়ে। এখানে তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্প কখনও গরিব হলে তাকে এমন দেখাবে।
চতুর্থ ছবিটি হল বিল গেটসের। একাধারে ব্যবসায়ী, সফটওয়্যার প্রতিষ্ঠাতা, লেখক, সমাজসেবী এবং সেই সঙ্গে বিনিয়োগকারী ব্যক্তি হিসেবে বিশ্ববিখ্যাত তিনি। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ১০৯.৯ বিলিয়ন মার্কিন ডলার। তাকে এমন দৈন্যদশায় দেখে অবশ্য নেটিজেনরা মন্তব্য করছেন দরিদ্র হলেও ধনী দেখায়, এরা হলেন সেই ব্যক্তি!
পঞ্চম ছবিতে রয়েছেন ওয়ারেন বাফেট। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় তার স্থানটি বিগত বেশ কয়েক দশক ধরে স্থায়ীভাবে রয়েছে। তিনি একজন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সমাজসেবী। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ হল ১০৭.৯ বিলিয়ন মার্কিন ডলার।
জেফ বেজোসকে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন? বিশ্বজুড়ে আজ যে ই কমার্সের এত বেশি রমরমা শুরু হয়েছে তার পেছনে রয়েছে তারই অবদান। তার সম্পত্তির পরিমাণ বর্তমানে ১২৫.১ বিলিয়ন মার্কিন ডলার। আর তাকেই কিনা সাধারণ গেঞ্জি আর প্যান্ট পরে বস্তির আবহের মাঝে এসে দাঁড়াতে হল! যদিও সবটাই অবশ্য ছবি নির্মাতার কল্পনা মাত্র।
মার্ক জুকারবার্গ, লাস্ট বাট নট দ্য লিস্ট। তাকে ছাড়া তো এই তালিকা অসম্পূর্ণই থেকে যায়। বর্তমানে ফেসবুকের প্রতিষ্ঠাতার মোট সম্পত্তির পরিমাণ ৭৭.১ বিলিয়ন মার্কিন ডলার। গরিব হলে তাকে ঠিক এরকমই দেখাবে।