“রেখার মত খেলো নই আমি!”, রেখার কুকীর্তির বিরুদ্ধে বিস্ফোরক মৌসুমী চ্যাটার্জী

৮০ এর দশকে বাংলার একাধিক তারকা শিল্পী বলিউডে (Bollywood) তাদের ভাগ্য পরীক্ষা করতে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মৌসুমী চ্যাটার্জী (Mousumi Chatterjee)। মৌসুমী যেমন বাংলা ছবিতে অভিনয় করতেন ঠিক তেমনই বলিউডের একাধিক ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। ওই সময় কিন্তু বলিউডেও তার বেশ জনপ্রিয়তা তৈরি হয়েছিল।

মৌসুমী বলিউডে আসার পর সরাসরি বলিউড সুন্দরী রেখার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভোলাভালা’ (Bhola Bhala) ছবিতে মৌসুমী এবং রেখা (Rekha) দুই নায়িকাকে নেওয়া হয়েছিল। রাজেশ খান্না অভিনীত ওই ছবিতে দেবেন ভার্মা, জগদীপ, রেখা এবং মৌসুমী অভিনয় করেছিলেন। কিন্তু ওই ছবির তারকাদের নামের তালিকা প্রকাশের পর রেখা ও মৌসুমীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়।

REKHA AND MOUSUMI

ছবি শুরু হওয়ার আগে তারকাদের নামের তালিকা যখন প্রকাশ করা হয় তখন দেখা যায় রেখার নাম মৌসুমীর আগে দেওয়া হয়েছে। এতে মৌসুমী মনে মনে খুবই আঘাত পান। তিনি পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে এই বিষয়ে কথাও বলেন। তিনি নিজের নাম রেখার আগে রাখতে চেয়েছিলেন। এবং এর জন্য ছবির নির্মাতাদের উপর বাড়তি চাপ দিতে শুরু করেন।

যদিও মৌসুমীর কথায় কাজ হয়নি। নির্মাতারা রেখার নাম তার আগে থেকে সরিয়ে দেননি। মৌসুমী এই প্রসঙ্গে বলেন রেখাই নাকি জোড়াজুড়ি করে নিজের নাম আগে রেখেছেন। ছবি নির্মাতাদের উপর তিনি চাপ সৃষ্টি করেছিলেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে বিরক্তি প্রকাশ করে মৌসুমী বলেন তিনি প্রচারের জন্য ভাবেন না। তিনি কাজে বিশ্বাস করেন।

REKHA AND MOUSUMI

তবুও মৌসুমীর মনে হয়েছিল এই ছবিতে রেখার আগে তার নাম দেওয়া উচিত ছিল। কিন্তু নির্মাতারা সেটা করেননি। সেটা হলে ক্ষতির কিছু ছিল না বলে মনে হয় এই বাঙালি অভিনেত্রী। তিনি আরও বলেন ছবিতে যখন দুই নায়িকা থাকেন তখন ইচ্ছা না থাকলেও এই ধরনের বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু পরিচালকরা যদি ন্যায় বিচার করতেন তাহলে এটা হত না।

REKHA MOUSUMI AND RAJESH KHANNA

মৌসুমী এরপর প্রতিজ্ঞা করেন ছবিতে দুই নায়িকা থাকলে এরপর থেকে তিনি আর সেই ছবি করবেন না। যদিও এরপর বেশ কিছু ছবিতে রেখার সঙ্গেই আবার অভিনয় করতে দেখা যায় তাকে। রেখার পাশাপাশি মৌসুমীও বলিউডে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন।