বর্তমান সময় বলিউডে প্রথমসারির যে কয়েকজন তারকা রয়েছেন তাদের মধ্যেই অন্যতম হলেন সুপারস্টার সলমন খান (Salman Khan)। সারা বিশ্বে তার অসংখ্য অনুরাগী রয়েছেন। তার স্টাইল, তার সংলাপ ও লুকের ভক্ত বহু মানুষ। শুধু মাত্র তরুণরাই নয়, তাদের পাশাপাশি বৃদ্ধ ও শিশুরাও তার ভক্ত। প্রতি দুই বছর অন্তর একটি ছবি করেন সলমন কিন্তু তার ছবি সকলেই দেখতে যেতে পারেন। কারণ তার প্রতিটি ছবিই পারিবারিক ছবি।
হয়তো এই জন্যই আজ সব ধরণের দর্শকদের কাছেই পৌঁছতে পেরেছে ‘ভাইজান’ সলমন খান। এই কারণেই তিনি আজ বলিউডের অন্যতম জনপ্রিয় সুপারস্টার। কোটি টাকার মালিক সলমন খানের জীবনযাপন খুবই সাদা মাটা। মুম্বাইতে ওয়ান বেডরুমের ফ্ল্যাটে তিনি থাকেন। শুধু মাত্র নীল জিন্স, টি-শার্ট, তার বিশেষ ব্রেসলেট এবং চামড়ার জুত পরেই বেশিরভাগ সময় তাকে দেখা যায়।
বিগত ৩০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। কিন্তু আজও তার স্টারডম কমেনি। বরং বেড়ে গিয়েছে। প্রায় প্রতিবছরই বলিউডের বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের তালিকায় প্রথম সারিতেই থাকে সলমনের নাম। বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৫০ কোটি টাকা। প্রতিমাসে প্রায় ১৬ কোটি টাকা আয় করে সলমন।
এছাড়াও তার মোট বার্ষিক আয় প্রায় ২২০ কোটি টাকা। সলমন খান প্রতিটি ব্র্যান্ডের প্রচারের জন্য প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা নেন। ১৯৬৫ সালে মুম্বাইতে জন্মেছিলেন অভিনেতা সলমন খান। তার বয়স এখন ৫৭ বছর। প্রথমবার ‘বিবি হো তো অ্যাসি’ ছবিতে দেখা গিয়েছিল গিয়েছিল ১৯৮৮ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। তবে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটি রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল সলমনকে।
নায়ক হিসেবে অভিনয় করা শুরু করা পর তার আয় অনেকটা বেড়ে গিয়েছে। এখন প্রতিটা ছবির জন্য ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নেন তিনি। কিন্তু নিজের মোট আয়ের বেশিরভাগ দান করে দেন তার এনজিও বিয়িং হিউম্যান ফাউন্ডেশনে। তবে তার শুধু হাজার কোটি টাকার সম্পত্তি নেই, তার পাশাপাশি কোটি কোটি টাকা দামের বিলাসবহুল গাড়ি রয়েছে তার কাছে।
মার্সিডিজ বেঞ্জ এবং অডি থেকে রোলস রয়েস মতো বিশ্ব বিখ্যাত সংস্থার গাড়ি রয়েছে তার কাছে। তবে এবছর সলমনকে আবার বড় পর্দায় দেখতে পাবে দর্শক। তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি আগামী ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে এখানেই শেষ নয়, স্পাই অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘টাইগার ৩’ও মুক্তি পাবে চলতি বছরের ১০ নভেম্বর। আর বেশ কিছু ছবির শ্যুটিং চলছে যেগুলি খুব শীঘ্রই আসছে বড় পর্দায়।