বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) তথা সিনেমার যথেষ্ট জনপ্রিয় একটি নাম গার্গী রায় চৌধুরী (Gargee Roychowdhury)। বিগত ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। একসময় বাংলা সিরিয়াল থেকে শুরু হয়েছিল তার পথ চলা। কিন্তু এখন আর বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় না তাকে। হাতেগোনা কিছু ছবিতে তিনি অভিনয় করেন বটে, কিন্তু তাও নিয়মিত নয়।
গার্গী রায় চৌধুরীর কেরিয়ার শুরু হয়েছিল থিয়েটার থেকে। এছাড়া তিনি রেডিওতে বেশ কিছুদিন সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছিলেন। তারপর শিশিরের শব্দ নামের একটি বাংলা সিরিজে উকিলের ভূমিকায় তিনি প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও বরাবরই খুব কম কাজই নিয়েছেন গার্গী।
এবার অভিনয়ের পাশাপাশি তিনি গায়িকা হিসেবে টলিউডে প্রথমবার নতুন খাতা খুলতে চলেছেন। অতনু রায় চৌধুরীর ছবির ‘শেষ পাতা’তে তিনি ‘আমার জ্বলেনি আলো’ গানটি গেয়েছেন। এই গান দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এরই মধ্যে। টলিউডে এর আগে কখনও প্লেব্যাক গাওয়ার সুযোগ আসেনি তার হাতে। এই সুযোগে পেয়ে অভিনেত্রী তাই দারুণ খুশি।
আসলে গান গাওয়ার ক্ষেত্রে তার কোনও প্রথাগত শিক্ষা নেই। তবে তিনি গান গাইতে ভালবাসেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। রবীন্দ্রসংগীত বরাবরই গার্গীর খুব প্রিয়। তার কথায়, “আমি বরাবর পড়তে ভালবাসি। সে কবিতার বই হোক বা গীতবিতান। আমি আমার সব অনুভূতিতেই মানসিক আশ্রয় খুঁজে পেয়েছি রবীন্দ্র সংগীতে।”
তিনি বলেছেন পরিচালক তাকে চিত্রনাট্য দিয়ে জানিয়েছিলেন ছবির দুটো গান তাকেই গাইতে হবে। তার মধ্যে একটি গান সবেমাত্র মুক্তি পেয়েছে। প্রথাগত কোনও শিক্ষা না থাকলেও রবীন্দ্র সংগীতকে গার্গী যেভাবে অনুভব করেন সেভাবেই গেয়েছেন। কম বয়সে গাইলে এই গানটা অন্যরকমভাবে গাইতেন। অভিজ্ঞতা তাকে পরিণত করেছে।
এখনকার দিনের অভিনেতা-অভিনেত্রীরা বছরে একাধিক কাজ নিয়ে থাকেন হাতে। কিন্তু গার্গী তাদের থেকে ব্যতিক্রমী। তিনি বহু বছর ধরে অভিনয় করছেন ঠিকই কিন্তু খুব সীমিত কাজ করেন। তার কথায় তিনি বছরে চারটে ছবি করেন না। কিন্তু চেষ্টা করেন তার প্রত্যেকটা চরিত্র যেন অন্য চরিত্রের থেকে আলাদা। মনের মত কাজ পেলে পরবর্তী দিনে ওয়েব সিরিজেও তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।