নিয়োগ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছে টলিউড (Tollywood)। টলিউডের (Sourav Das) বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রীর দিকে সরাসরি আঙুল উঠছে। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে জানা যাচ্ছে কুন্তল ঘোষ (Kuntal Ghosh), অয়ন শীলদের মত নিয়োগ দুর্নীতির মাথাদের থেকে টাকা নিয়েছেন বনি সেনগুপ্তের মত তারকারা। নাম জড়াচ্ছে চ্ছে প্রিয়াঙ্কা সরকার, এনা সাহা, সৌরভ দাস থেকে শুরু করে সায়নী ঘোষদের।
‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ দাস সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন। কুন্তলের সঙ্গে তিনি কী কাজ করেছিলেন সেই প্রসঙ্গে তিনি মুখ খোলেন। সৌরভ জানিয়েছেন এনা সাহার মত তারও প্রসূন গাইনের মিউজিক ভিডিওতে কাজ করার সময় কুন্তল ঘোষের সঙ্গে আলাপ হয়। কুন্তলের সিনেমা করার পাশাপাশি তিনি নিউজ পোর্টালেও কাজ করেছেন বলে জানিয়েছেন।
সৌরভ বলেন তিনি ভিডিও রেকর্ড করে পাঠাতেন। করোনার সময় বাড়িতে থেকে তিনি লেপেল এবং ক্যামেরা ভাড়া করে ভিডিও বানাতেন। কিন্তু দুটো ভিডিও বানানোর পর তিনি বন্ধ করে দেন সেই কাজ। তার কারণ তাতে তার পরিশ্রম এবং অর্থ খরচ দুটোই বেশি হচ্ছিল। সেই অনুপাতে পারিশ্রমিক পাচ্ছিলেন না। তবে তিনি অন্য যে কাজ করেছেন সেখান থেকে টাকা পেয়েছিলেন।
সৌরভ বলেন তিনি কুন্তলের বাড়িতে দুবার গিয়েছিলেন। ছবি নিয়ে কথা হয়েছিল। সেই সঙ্গে তিনি বলেছেন তাদের পক্ষে আসলে জানা সম্ভব না প্রযোজক কোথা থেকে টাকা নিয়ে আসছেন। তবে সাক্ষাৎকারে তিনি বলেছেন ইডি ডাকলে তিনি অবশ্যই যাবেন। তার বিশ্বাস কুন্তলের সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের সবাইকেই ইডির ডাকা উচিত যাতে সবটা পরিষ্কার হয়।
এদিকে বনি ইতিমধ্যেই কুন্তলের থেকে গাড়ি কেনার জন্য নেওয়া ৪০ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছে। অভিনেতা জানিয়েছেন তিনি নিজের ইমেজ ঠিক করার জন্য টাকা ফিরিয়েছেন। তার দাবি তিনি কোনও অন্যায় করেননি, ভুল করেছেন। তার আর্থিক ক্ষতি হয়েছে কিন্তু তার নাম যাতে খারাপ না হয় তার জন্য এটা দরকার ছিল।
এদিকে বিজেপির তারকা বিধায়ক হিরণ চ্যাটার্জী সরাসরি আঙুল তুলেছেন বনি সেনগুপ্ত, সায়নী ঘোষ থেকে শুরু করে দেবের দিকে। তার দাবি বিচারপতি স্বয়ং সায়নী ঘোষের দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে এনামুল হকের থেকে টাকা নেওয়ার জন্য হিরণ দেবকে দায়ী করেছেন। যে কারণে ইডির কাছে যেতে হয়েছিল তাকে।