আশ্চর্য ধরনের সব কাজ করে কোটি কোটি টাকা উপার্জন করার সুযোগ রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বাসিন্দাদের। এমনি এক কাজের ব্যবস্থা রয়েছে আমেরিকা ও কানাডায় (Amarica And Canada)। যেখানে প্রতিদিন মলত্যাগ করেই উপার্জন করা যাবে কোটি কোটি টাকা।
সারা বছর আর কোনও কাজ করতে হবে না শুধু প্রতিদিন মলত্যাগ করতে হবে। সুতরাং মলত্যাগ করেই কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না পেলে মানুষ হয়তো জানতেই পারত না এমন আশ্চর্য ভাবে টাকার কামানোর উপায়।
এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমেরিকার এক গবেষণা সংস্থা ‘হিউম্যান মাইক্রোবস’। আসলে এখন বহু মানুষ পেটের সমস্যায় ভুগছেন। পেটের মধ্যে থাকা উপকারী অনুজীবগুলির ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার ফলেই এই সমস্যা দেখা দিচ্ছে।
পেটের মধ্যে থাকা এই অনুজীবগুলি আমাদের খাদ্যনালীতে যে বিশেষ পরিবেশ তৈরি করে তাকে বলে ‘গাট মাইক্রোবায়োম’। তাই এই পরিবেশ কীভাবে ঠিক রাখার যায় তা জানার জন্য প্রতিদিন মলের অনুজীব নিয়ে গবেষণা চালায় এই সংস্থা।
তবে যে ব্যক্তির মল নিয়ে এই গবেষণা হবে তাকে। তাকে এই কাজ করার জন্য তাদের আগে নিজেদের মলের নমুনা জমা দিতে হয় ঐ সংস্থায়। যদিও তাদের নমুনা সংগ্রহ করার পর বোঝা যায় তার এই কাজের যোগ্য হন তাহলেই তাদের কাজে দেওয়া হবে।
এভাবেই পেটের সমস্যার সমাধান নিয়ে তারা গবেষণা চালাচ্ছেন। আর যাদের মল নিয়ে তারা এই গবেষণা চালাচ্ছেন। তাদের বছরে ১ লক্ষ ৮০ হাজার ডলার বেতন দেওয়া হয়। যা ভারতীয় মুদ্রায় প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।