ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন তবুও পাত্তা দেয় না বলিউড, কোথায় হারিয়ে গেলেন অভিজিৎ সাওয়ান্ত?

ইন্ডিয়ান আইডল (Indian Idol), বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই রিয়েলিটি শো তার প্রত্যেক সিজনে গানের জগতের প্রতিভাবান শিল্পীদের প্রকাশ্যে এনেছে। আজ যারা সংগীতের দুনিয়াতে তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন তাদের মধ্যে অনেকেই ইন্ডিয়ান আইডল থেকে যাত্রা শুরু করেন। তবে ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের বিজেতা অভিজিৎ সাওয়ান্ত (Abhijit Sawant) কোথায় যেন হারিয়ে গেলেন।

১৯৮১ সালে মহারাষ্ট্রের সিন্ধু দুর্গ জেলাতে জন্মগ্রহণ করেন অভিজিৎ। ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। বড় হয়ে তিনি গানটাকেই পেশা করার কথা ভাবেন। গ্রাজুয়েশন এর পর তিনি নিজেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এরপর একের পর এক রিয়েলিটি শোতে তিনি নিজের নাম দিতে থাকেন।

ABHIJIT SAWANT

ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে প্রতিযোগীদের মধ্যে মনোনীত হয়ে তিনি বাজিমাত করে দেন। তিনি ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন হয়েছিলেন। তিনি ভেবেছিলেন এরপর তাকে হয়ত পেছনে ফিরে তাকাতে হবে না আর। ২০০৫ সালে তিনি নিজের অ্যালবাম প্রকাশ করেন। তার অ্যালবামের নাম ছিল ‘আপ কা অভিজিৎ’।

এরপর বলিউডের বেশ কিছু সিনেমাতে প্লেব্যাক গাওয়ার সুযোগ পান তিনি। আশিক বানায়া আপনে, তিস মার খান, ঢিশুমের মত একাধিক ছবিতে তিনি গান গেয়েছেন। গানের পাশাপাশি তিনি আবার অভিনয় করতে শুরু করেন। ২০০৯ সালে লটারি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এত কিছুর পরেও এই গায়ক অভিনেতার কাছে সাফল্য অধরাই থেকে যায়।

ABHIJIT SAWANT

এশিয়ান আইডল, জো জিতা ওহি সুপারস্টার ইত্যাদি বিভিন্ন রিয়েলিটি শোয়ে তিনি আবার অংশগ্রহণ করেছিলেন। কিন্তু বলিউডে তিনি এখন আর সেভাবে সুযোগ পান না। সোশ্যাল মিডিয়াতে এখন বেশ সক্রিয় থাকেন তিনি। ধীরে ধীরে তার জনপ্রিয়তাও বেড়েছে। কিন্তু বলিউড এখন আর তাকে প্লেব্যাক গাওয়ার জন্য ডাকে না।

ABHIJIT SAWANT

একসময়ের সুপারস্টার হওয়া সত্ত্বেও ভাগ্যের ফেরে কোথায় যেন হারিয়ে গেলেন অভিজিৎ। এখন বলিউডে সুযোগ না পেয়ে তিনি নিজের অ্যালবাম বের করছেন। ২০১৮ সালে তিনি নিজের আরও অনেকগুলি অ্যালবাম বের করেন।