প্রত্যেক বাবা-মাই তাদের সন্তানদের জন্য নামকরণে বিশেষ ধ্যান দিয়ে থাকেন। ছেলেমেয়ের নামটা যেন আর পাঁচজনের থেকে আলাদা হয়, এই চেষ্টাও থাকে অনেকের। আবার অনেকেই জোর দেন নামের মানের উপর। টলিউডের তারকারাই যেমন খুব বেছে বেছে তাদের সন্তানদের নামকরণ করেছেন। আজ এই প্রতিবেদনে রইল টলিউডের (Tollywood) জনপ্রিয় তারকা সন্তানদের নামের আসল অর্থ।
ইউভান (Yuvaan) : শুভশ্রী গাঙ্গুলী এবং রাজ চক্রবর্তীর একমাত্র সন্তানের নাম ইউভান। ২০২১ সালে লকডাউনে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। তারপর অনেক বেছে ছেলের নামকরণ করেছিলেন তারা। ইউভান শব্দটি আসলেই মহাদেবের প্রতিশব্দ। এর অন্যান্য অর্থগুলো হল জাগ্রত, সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী।
কবীর (Kabir) : কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানের একমাত্র ছেলের নাম কবীর। কোয়েলও অনেক ভেবেচিন্তে তাদের একমাত্র ছেলের নামকরণ করেন। কবীর নামের অর্থ হল শক্তিশালী, মহান এবং নেতা।
ঈশান (Yishaan) : লকডাউনে সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। নুসরাত এবং যশের একমাত্র সন্তানের নাম রাখা হয়েছে ঈশান। এই নামটি যশ এবং নুসরাত এর নামের অক্ষর মিলিয়ে রাখা হয়। নামের একটি অর্থ উত্তরপূর্ব কোণ এবং আরেকটি অর্থ হল মহাদেব।
কেশব (Keshav) : বাংলা সিরিয়ালের জনপ্রিয় দুই তারকা রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামীর একমাত্র সন্তান কেশবের বেশ জনপ্রিয়তা রয়েছে সোশ্যাল মিডিয়াতে। মধুবনী শ্রীকৃষ্ণ এবং মহাদেবের নাম মিলিয়ে তাদের ছেলের নামকরণ নিজেই করেছেন।
আদিদেব (Adidev) : জি বাংলার রান্নাঘর খ্যাত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী এবং অগ্নিদেব চ্যাটার্জীর ছেলের নাম আদিদেব। আদিদেব শব্দের অর্থ আদি দেবতা অর্থাৎ সৃষ্টিকর্তা। ভগবান শিবের আরেক নাম আদিদেব।
সহজ (Sohoj) : রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং প্রিয়াঙ্কা সরকারের একমাত্র সন্তানের নাম সহজ। তাদের সন্তানের নামের অর্থ আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। নামের মতই সহজ সরল তার নামের অর্থ।
প্রণীল (Pranil) : প্রণীল হল দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জীর একমাত্র ছেলে। রচনা ব্যানার্জীর ছেলের নামের অর্থ মহাদেব অর্থাৎ ভগবান শিব। ছেলে এখন রচনার একমাত্র ধ্যান-জ্ঞান। খাতায়-কলমে স্বামীর সঙ্গে বিচ্ছেদ না হলেও রচনা ব্যানার্জী তার স্বামীর সঙ্গে মিলেমিশে ছেলের দায়িত্ব পালন করছেন।