খলনায়ক হয়ে অবিরাম কুড়িয়েছেন দর্শকদের অভিশাপ, শেষ বয়সে মনোজ মিত্রের অবস্থা হয় খুবই করুণ

টলিউডের (Tollywood) যে কয়েকজন প্রবাদপ্রতিম অভিনেতা রয়েছেন তাদের মধ্যে মনোজ মিত্রের (Monoj Mitra) নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবসময়। তিনি ইন্ডাস্ট্রির একজন অন্যতম দাপুটে অভিনেতা। সিনেমা হোক সিরিয়াল কিংবা শর্ট ফিল্ম, মনোজ মিত্র নিজেকে সবসময় সাবলীলভাবে উপস্থাপন করেছেন পর্দার সামনে।

বর্ষিয়ান এই অভিনেতাকে এখন আর সেভাবে নিয়মিত পর্দার সামনে দেখা যায় না। পর্দায় তার উপস্থিতি তাই মিস করেন দর্শকরা। এখন তিনি কোথায়, কেমন আছেন জানেন? অভিনয় থেকে দূরে কীভাবে কাটছে তার দিন? ৮৪ বছর বয়সী এই অভিনেতা যিনি তার অভিনয়ের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন শেষ বয়সে এসে তাকে চরম হেনস্থার মুখে পড়তে হয়।

MONOJ MITRA

মনোজ মিত্র শুধু একজন অভিনেতা ছিলেন না। তিনি ছিলেন একজন নাট্য শিল্পী এবং প্রখ্যাত নাট্যকার। আসলে নাটকের দুনিয়া থেকেই শুরু হয়েছিল তার যাত্রা। নাটকের মঞ্চ থেকে সিনেমা, একসময় একটানা কাজ করে গিয়েছেন এই অভিনেতা। এছাড়া ৯০ এর দশকে অসংখ্য বাংলা কমার্শিয়াল ছবিতেও খলনায়ক হিসেবে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে।

নাটকের মঞ্চ থেকে সিনেমা, যে মানুষটার অভিনয় এবং লেখনীতে বাঙালি দর্শকরা মুগ্ধ হন এই বাংলার বুকে তাকেই চরম হেনস্থার স্বীকার হতে হয়েছিল কয়েক বছর আগে। আদালতের নির্দেশে যতীন দাস রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তার সমস্ত জিনিসপত্র। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে।

MONOJ MITRA

মনোজ মিত্র ওই বাড়িতে বিগত ৬০ বছর ধরে ঘর ভাড়া ছিলেন। এখানে মূলত তার নাটকের রিহার্সাল চলত। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি দিনের পর ঘর ভাড়া দিন না দিয়েই ঘর দখল করে রেখেছিলেন। এই সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের দোরগোড়া পর্যন্ত ছুটে যেতে হয় ৮০ ঊর্ধ্ব অভিনেতাকে।

MONOJ MITRA

শেষমেষ আদালতের নির্দেশ অনুসারে অভিনেতার সমস্ত জিনিসপত্র বের করে ঘর খালি করে দেওয়া হয়। বর্তমানে অভিনয় জগত থেকে দূরে থাকলেও লেখালেখি থেকে কিন্তু তিনি নিজেকে সরিয়ে রাখেননি। এখনও নাটক লেখার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সঙ্গে আবার অভিনয় জগতে ফিরে আসার ইচ্ছাটাও তার রয়েছে ষোল আনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি কারও মনে হয় তাকে নিলে লাভ হতে পারে তাহলে তিনি আবার অভিনয় করতে রাজি আছেন।