বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মতো দক্ষিণী তারকাদের (South Indian Films Stars) সম্পর্ক ও সম্পর্কের ভাঙন নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও (South Indian Films Industry) এমন বহু নায়ক-নায়িকা (Hero-Heroin) ছিলেন যারা বিয়ের পরেও প্রেমে পরেছিলেন। এই প্রতিবেদনে তাদের নিয়েই আলোচনা করা হল।
আক্কিনেনি নাগার্জুন (Akkineni Nagarjuna): দক্ষিণী তারকাদের খুব পরিচিত নাম হল আক্কিনেনি নাগার্জুন। দক্ষিণী ছবির পাশাপাশি হিন্দি ছবিতেই দেখা গিয়েছে তাকে তিনিও বিয়ের পর বলিউডে তারকা অভিনেত্রী টাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। যদিও সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।
প্রভুদেবা (Prabhudeva): বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও কোরিওগ্ৰাফার হলেন প্রভুদেবা। তিনি একবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। দক্ষিণী ছবির লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। ২০১০ সালে প্রভুদেবার বিবাহবিচ্ছেদ হয়ে তার স্ত্রীর সঙ্গে।
ধানুশ (Dhanush): রজনীকান্তের জামাই ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ধানুশ। বিবাহের পর তার নামেও অভিযোগ এসেছে অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে সম্পর্কে জাড়ানোর। জানা গেছে, ছবির শুটিংয়ের সময় একে অপরের কাছাকাছি এসেছিলেন।
মীনাক্ষী শোষাদ্রি (Meenakshi Shoshadri): এক সময় বলিউড ও দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর এক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী মীনাক্ষী শোষাদ্রি। আর বলিউডের ছবিতে অভিনয় করার সময় তিনি বিবাহিত কুমার শানুর প্রেমে পরেছিলেন। জানা গিয়েছে শেষ পর্যন্ত তার জন্যে কুমার শানুর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল।
কমল হাসান (Kamal Hassan): তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার কমল হাসান। বেশ কিছু বলিউডের ছবিতেও অভিনয় করেছেন তিনি। বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি বহু বছর ধরে দ্বিতীয় স্ত্রী সারিকার সঙ্গে প্রেম করছেন এবং প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর। সারিকার সঙ্গে বিয়েও করেছেন। তারপরে আবার অন্য এক অভিনেত্রীর প্রেমে পরায় দ্বিতীয় বিয়েও টেকেনি তার।