বাংলা সিরিয়ালে (Bengali Mega Serial) নায়িকাদের পাশাপাশি খলনায়িকাদেরও বেশ জনপ্রিয়তা থাকে। আসলে খল নায়িকাদের ছাড়া যেন বাংলা সিরিয়াল সম্পূর্ণ হয় না। বর্তমানে বাংলা সিরিয়ালের অন্যতম একজন দাপুটে খলনায়িকা হলেন শ্বেতা মিশ্র (Sweta Mishra)। তিনি স্টার জলসার ‘ধূলোকণা’ (Dhulokona) ধারাবাহিকের পর এখন জি বাংলাতে (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) সিরিয়ালে অভিনয় করছেন।
জি বাংলার সিরিয়ালে শ্বেতা যে চরিত্রে অভিনয় করছেন তার নাম ময়ূরী। চড়ুইয়ের পর এখন ময়ূরী নামেই তাকে চিনছেন সকলে। এই অভিনেত্রী বাঙালি নন। অথচ তাকে দেখে তা বোঝার উপায় নেই। জন্মসূত্রে অবাঙালি হলেও আপাদমস্তক বাংলার প্রতি অদ্ভুত এক টান রয়েছে শ্বেতার। তিনি বাংলার সাথে এতটাই মিলেমিশে থাকেন যে তাকে দেখে অবাঙালি বলে মনেই হয় না।
অভিনেত্রী জানিয়েছেন তার মা রাজস্থানী এবং বাবা উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্বেতার জন্ম কিন্তু বহরমপুরে। তিনি বাংলাতে থেকে বাংলাকেই ভালবেসেছেন। এখানেই তার বেড়ে ওঠা এবং এখানেই তিনি পড়াশোনা করেছেন। স্কুলে হিন্দি এবং ইংরেজি ছিল তার পড়ার ভাষা। আর বাংলাটা তিনি নিজের ইচ্ছাতে শিখেছেন।
শ্বেতা বলেন যে দেশে থাকবেন, যাদের সঙ্গে থাকবেন, তাদের ভাষাটাও শেখা জরুরী বলে মনে হয়েছিল তার। তাই তিনি নিজের চেষ্টায় বাংলা ভাষায় কথা বলা শিখেছিলেন। তারা মাড়োয়ারি, তাই তাদের বাড়িতে মাছ-মাংস ওঠে না। তবে শ্বেতা নিজে ভীষণ খাদ্য রসিক। মাছ-মাংস-ডিম, সবই তার প্রিয় খাবার এবং তিনি এগুলো রান্নাও করতে পারেন।
সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তার প্রেমের খবরও ফাঁস হয়ে যায়। অভিনেত্রীর প্রেমিক বিনোদনের দুনিয়ার মানুষ নন। ‘মিস্টার সেনগুপ্ত’ হলেন শ্বেতার কলেজের বন্ধু। তিনি খাবারদাবারের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। তার থেকেই নাকি সব রকমের রান্না শিখে ফেলেছেন অভিনেত্রী।
বাংলা সিরিয়ালের দাপুটে এই খলনায়িকা বোটানিতে অনার্স করেছেন। এবার তিনি অভিনয় করার পাশাপাশি পিএইচডিটাও করতে চান। তিনি চান তার নামের আগে ডক্টর উপাধি থাকুক। দিদি নাম্বার ওয়ানের তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তার কথা শুনে তার প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা।