পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া সাইট হল ‘ফেসবুক’ (Facebook)। জনপ্রিয় এই সাইটের কর্ণধার হলেন ‘মার্ক জুকারবার্গ’ (Mark Zuckerberg)। সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বকে এক সঙ্গে আনতে চেয়েছিলেন তিনি। আর সেই কারণে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা সারা বিশ্বে সবচেয়ে বেশি।
যদিও ভাল কাজের পাশাপাশি খারাপ কাজেও ব্যবহার এই সোশ্যাল মিডিয়া সাইট। তবে সাইট যেমনি হোক না কেন? সংস্থার কর্ণধার অর্থাৎ মার্ক জুকারবার্গকে নিয়ে কম বয়সীদের মধ্যে একটা উৎসাহ রয়েছে। তবে তার এই কম বয়সী ভক্তরাই একটা বিষয় লক্ষ্য করেছেন যে, তিনি সব সময় একটি ধূসর রঙের টি-শার্ট পরেন।
এই টি-শার্ট পরার পিছনে একটা কারণ রয়েছে। বর্তমানে মার্ক জুকারবার্গ পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। তাও তিনি একই পোশাক পরতে ভালোবাসেন। অনেকেই জানতে চান পৃথিবীর অন্য ধনী ব্যক্তিদের মতো মার্ক কেন স্টাইলিশ পোশাক ও সুন্দর ঘড়ি পরেন না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মার্ক নিজেই।
তিনি জানিয়েছেন, তার জীবনে এই সব ছোটখাটো কাজের জন্য কোনও সময় নেই। আজ কোন পোশাক পরবো? বা কাল কোন পোশাক পরবো? এই সব পশ্ন ভেবে দুশ্চিন্তায় থাকেন বহু মানুষ। কিন্তু তিনি অন্যদের মতো এই কথা ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করতে চান না। তাই এই ধরনের ধূসর টি-শার্ট পরেন তিনি।
আসলে মার্ক সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট পরিচিত নাম। মাঝে মধ্যেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি পোস্ট করেন তিনি। কিন্তু সেই ছবিতেও অনেকবার ঐ ধূসর টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছিল কর্ণধার মার্ক জুকারবার্গকে। তবে শুধুমাত্র একটি ছবিতে নয়, একাধিক ছবিতে এই টি-শার্ট পরে থাক দেখা গিয়েছে।
সেই কারণেই বহুদিন ধরে দর্শকরা জানতে চাইছেন মার্কের এই স্টাইলিস্ট লুক ও ধূসর টি-শার্ট পরার কারণ সম্পর্কে। তবে ভক্তদের তাকে নিয়ে তৈরি হওয়া এই কৌতূহল নিয়ে। জানালেন ঐ পোশাক পরার আসল কারণ ও নিজের স্টাইল নিয়ে।