সাধারণ মানুষের মতো বলিউডের (Bollywood) সেলিব্রেটিদেরও দোল (Dol) খেলতে দেখা যায়। এমনকি বিভিন্ন তারকার (Star) নিজের বাড়িতেও দোল উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকেন অন্য সেলিব্রেটিরা। কিন্তু বলিউডে এমন বহু তারকা রয়েছেন যারা দোলের সময় রং থেকে দূরে থাকতেই বেশি পছন্দ করেন। এমন কয়েকজন তারকার নাম দেওয়া হল তালিকায়।
রণবীর কাপুর (Ranbir Kapoor): কাপুর পরিবারের অন্যতম সদস্য হলেন রণবীর কাপুর। তার অভিনীত বহু ছবিতে তাকে দোল খেলতেও দেখা গিয়েছে। এক কাপুর পরিবার রং খেলার খুব চল ছিল। কিন্তু রাজ কাপুরের মৃত্যুর রণবীর রং খেলা ছেড়ে দেন। কারণ রং খেললে তার ঠাকুরদার কথা মনে পরে।
করণ জোহর (Karan Johar): বলিউডের পরিচিত মুখ হলেন করণ জোহর। বর্তমানে তিনি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন। ছোটবেলায় তিনিও রং খেলতে খুব ভাল বাসতেন। কিন্তু একবার রং খেলার সময় তাকে ডিম ছুড়ে মেরেছিল কেউ। তারপর থেকে রং না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
টাইগার শ্রফ (Tiger Shroff): বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ। বহু অ্যাকশন ছবিতে আশ্চর্য সব অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে তাকে। সিনেমায় খলনায়ককে খুব সহজেই কুপোকাত করে দেন তিনি। কিন্তু দোলের রংকে ভয় পান তিনি। সেই কারণে রং খেলেন না তিনি।
অর্জুন কাপুর (Arjun Kapoor): বলিউডে নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন অর্জুন কাপুর। বেশি কিছু ব্লকবাস্টার ছবিতেও অভিনয় করেছেন তিনি। ছোটবেলায় তিনিও রং খেলতেন। কিন্তু এখন রং-এ অ্যালার্জি রয়েছে তার সেই রং খেলে না।
করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) : বলিউড অভিনেত্রী করিনা কাপুরও হোলিতে রং খেলেন না। তার কারণ রাজ কাপুরের প্রয়াণের পর থেকে কাপুর বংশে হোলি খেলা বন্ধ হয়ে গিয়েছিল। রাজ কাপুর জীবিত থাকাকালীন অনেক ধুমধাম করে রং খেলা হত।
জন আব্রাহাম (John Abraham): বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা হলেন জন। প্রকাশ্যে বহু সামাজিক বিষয় নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে তাকে। তিনি কখনও দোলের সময় রং নিয়ে খেলেননি। তার মনে এই সময় বহু মানুষ জোড় করে গায়ে রং লাগিয়ে দেন যা তার একদম পছন্দ নয়। এই কারণে দোল খেলেনা তিনি।
রণবীর সিং (Ranveer Singh): বর্তমান সময় হিন্দি সিনেমার জগতের অন্যতম জনপ্রিয় মুখ হলেন রণবীর সিং। বরাবরই আশ্চর্য পোশাকে আশ্চর্য রূপে দর্শকদের চমক দিয়েছেন তিনি। ওসিডি অর্থাৎ পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা রয়েছে রণবীর সিংয়ের। সেই কারণে তিনিও রং খেলেন না।