কেন ভেঙেছিল রাজ-মিমির সম্পর্ক? ফাঁস হল আসল কারণ

টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় মুখ হলেন রাজ চক্রবর্তী(Raj Chakraborty)দেব(Dev), জিৎ (Jeet)সোহমের (Soham) মতো অভিনেতাদের সঙ্গে এক সময় একের পর এক ব্লকবাস্টার ছবি বানিয়েছেন এই পরিচালক। বর্তমানে তিনি শুধু মাত্র একজন পরিচালক নন, বরং প্রযোজকও। তার প্রযোজনা সংস্থা বেশ কিছু ছবি তৈরি করেছে যেগুলো বক্স অফিসেও যথেষ্ট সফল। তবে তার কাজ যেমন চর্চায় এসেছে ঠিক একই ভাবে চর্চায় ছিল তার প্রেমের সম্পর্কগুলোও।

প্রথম স্ত্রীর থাকাকালীন বেশ কয়েকটি সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা গিয়েছিল রাজ আর মিমি চক্রবর্তীর (Mimi Chakroborty) সম্পর্ক নিয়ে। কেরিয়ারের একদম শুরুর দিকে রাজের প্রেমে পরেছিলেন মিমি। সেই সময় তারা এক সঙ্গে পার্টিতে গিয়েছেন, রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন। শোনা গিয়েছিল কিছু দিন লিভ ইন করেছিল রাজ ও মিমি।

MIMI CHAKRABORTY

রাজের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা:দ্য ওয়ারিয়র’, ‘কাটমুণ্ডু’র-মতো ছবিতে কাজ করেছিল মিমি। এক সময় তাদের সম্পর্ক ভালই এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিরসা দাশগুপ্তের একটা ছবির শ্যুটিংয়ের জন্য তুরস্ক যেতে হয়েছিল মিমিকে। সেখানে গিয়ে এক কম বয়সী ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেছিলেন অভিনেত্রী।

এই ঘটনা জানাজানি হওয়ার পরেই চির ধরতে শুরু করে রাজ ও মিমির সম্পর্কে। ক্রমশ মিমির জীবন থেকে অনেক দূরে চলে যায় পরিচালক রাজ চক্রবর্তী। জানা গিয়েছে, সেই সময় তাদের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয় গিয়েছিল যে রাজের কোনও ছবিতেও অভিনয় করতে দেখা যাচ্ছিল না মিমিকে।

RAJ MIMI SUBHASHREE

তবে রাজ-মিমি এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কিছু বলেনি দুজনে। কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই জানেন এই সম্পর্কের কথা। কিন্তু মিমি চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর সম্পর্ক থেকে শুরু করে বিচ্ছেদ সবটাই টলিউডের ওপেন সিক্রেট হয়ে রয়েছে।

RAJ AND SUBHASHREE

তারপর রাজ আবার প্রেমে পরেছিল বাংলা সিনেমার আরও এক জনপ্রিয় অভিনেত্রীর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী আর রাজের সম্পর্ক ভেঙে যায়নি বরং দীর্ঘস্থায়ী হয়েছে। তাই তারা বিয়ে করেছিলেন। বর্তমানে শুভশ্রী ও রাজের এক সন্তান রয়েছে। যার নাম ইউভান।