বাংলা তথা গোটা ভারতবর্ষের গর্ব তিনি। জনপ্রিয়তার বিচারে বর্তমান প্রজন্মের কাছে তিনিই সেরা। ভারতীয় সংগীত মহলের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট সদ্য অনুষ্ঠিত হল অ্যাকোয়াটিকাতে। প্রথমে অবশ্য ইকোপার্কে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু নানা অজুহাতে তা ভেস্তে যায়। ইকো পার্কে অরিজিতের কনসার্টের নাকি অনুমতিই মেলেনি।
তবে সমস্ত বিতর্ক ভুলে এদিন অরিজিতের ভক্তরা তার কনসার্টে রীতিমত ডুবে গিয়েছিলেন। এদিন গোটা কলকাতাকে সুরের জাদুতে আচ্ছন্ন করে ফেলেন অরিজিত। কনসার্টের মধ্য থেকে তার টুকরো টুকরো কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে কখনও তাকে রামপ্রসাদী গান ‘মানবজমিন’ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে, তো কখনও আবার ‘গেরুয়া রং’ নিয়ে মন্তব্য করতে শোনা যাচ্ছে তাকে।
আসলে এই ‘গেরুয়া’ই হল সমস্ত বিতর্কের মূল। আসলে কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছিল কিছুদিন আগে। সেখানে টলিউডের পাশাপাশি বলিউড থেকেও আমন্ত্রিত ছিলেন তারকারা। আমন্ত্রণ করে আনা হয়েছিল অরিজিৎকেও। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান। শাহরুখের ‘দিলওয়ালে’ ছবির ‘রং দে তু মোহে গেরুয়া’ গানের একটি লাইন এদিন গেয়ে শুনিয়েছিলেন অরিজিৎ।
এদিকে মঞ্চে সেদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অরিজিতের ‘গেরুয়া’ গান গাওয়ার সেই ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে এবং সেই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এরপরই ইকোপার্কে অরিজিতের কনসার্ট বাতিল হয় অনুমতির অভাবে। অ্যাকোয়াটিকার অনুষ্ঠানের এই বিতর্কের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন গায়ক।
অরিজিত কিন্তু এদিন আবার মঞ্চে গেরুয়া গানটি গেয়েছিলেন। শুধু তাই নয়, এদিন তার মাথাতেও ছিল গেরুয়া পাগড়ি। হাসতে হাসতে মজার ছলে অরিজিৎ বলেন গেরুয়া তো স্বামী বিবেকানন্দের রং। অরিজিতের কথায়, “আরে এই গানটা নিয়ে খামোখাই বিতর্ক হল। এটা তো সন্ন্যাসীদের রং রে বাবা। । স্বামীজি যদি সাদা পরতেন তাহলে কি সেটা নিয়েও এরকম হত?”
এদিন মজার ছলেই আসলে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন অরিজিৎ। তিনি বুঝিয়ে দিলেন রাজনৈতিক তরজার থেকে অনেক ঊর্ধ্বে তিনি। গেরুয়া বিতর্কে এই বাংলার মাটিতে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে তাকেও। কিন্তু ঠান্ডা মাথায় কলকাতার বুকে দাঁড়িয়ে সমস্ত অপমানের যোগ্য জবাব দিলেন অরিজিৎ সিং।