বলিউড (Bollywood) অভিনেত্রীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা ৫০ পেরিয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। তবে তাদের মাতৃত্বের সুখ কিন্তু অধরা থাকেনি জীবনে। বিয়ে না করলেও সন্তানের মুখে মা ডাক শুনেছেন বলিউডের ৬ অভিনেত্রী (6 Bollywood Actress Who Are Unmarried Till 50 Years)। তাদের মধ্যে রয়েছেন একজন বাঙালি অভিনেত্রী। এক নজরে দেখে নিন এই তালিকায় আছেন কারা।
আমিশা পাটেল (Amisha Patel) : বলিউডের এই অভিনেত্রী এক সময় তুমুল জনপ্রিয় হলেও একটা সময় পর ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে গিয়েছিলেন। তার বয়স এখন ৫০ এর কাছাকাছি পৌঁছেছে। তবে অভিনেত্রী কিন্তু আজও বিয়ে করেননি। মাঝে একজন পাকিস্তানি অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা।
তাবু (Tabu) : তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন তাবু। বয়স ৫০ পেরলেও তিনি বিয়ে করেননি এখনও। যদিও বলিউডের একাধিক অভিনেতার সঙ্গে তার বারবার নাম জড়িয়েছে। কিন্তু তাবু নাকি এখনও তার পারফেক্ট সঙ্গীকে খুঁজে পাননি। তাই তিনি অবিবাহিত রয়েছেন।
নাগমা (Nagma) : বলিউডের একসময়ের নামী অভিনেত্রী ছিলেন নাগমা। মাত্র ১৬ বছর বয়সে তিনি অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। অনেক কম বয়সে সাফল্য পেয়েছিলেন তিনি। তার নাম ভোজপুরি সুপারস্টার রবি কিষান এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও জড়িয়ে পড়েছিল। যদিও নাগমা এখনও অবিবাহিত করেছেন।
সাক্ষী তনওয়ার (Sakshi Tanwar) : হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষীও বিয়ের পিঁড়িতে বসেননি এখনও। সেই সঙ্গে দঙ্গল ছবিতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। তবে তিনি এখনো সিঙ্গেল। কিছু বছর আগে তিনি এক কন্যা সন্তানকে দত্তক নেন। সাক্ষীর সেই মেয়ের নাম দিত্যা।
সুস্মিতা সেন (Sushmita Sen) : বিয়ে করেননি অথচ মাতৃসুখ পেয়েছেন তেমন অভিনেত্রীদের তালিকায় সুস্মিতা সেনেরও নাম রয়েছে। অনেক বছর আগে তিনি দুই কন্যা সন্তানকে দত্তক নেন। তার দুই মেয়ের নাম রিনি এবং আলিশা। সুস্মিতার বয়স ৫০ পেরিয়ে গিয়েছে। তার প্রেমিকদের নিয়ে অনেক চর্চা হলেও এই বাঙালি বিশ্বসুন্দরী বিয়ের পিঁড়িতে বসেননি।
অনু আগারওয়াল (Anu Agarwal) : ৯০ এর দশকে আশিকি ছবিতে বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন অনু। তবে এই একটি ছবির পর বলিউড থেকে তিনি উধাও হয়ে যান। আসলে তার জীবনে ঘটেছিল একটা বড় দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় বহুদিন কোমায় ছিলেন তিনি। হারিয়েছিলেন স্মৃতিশক্তিও। তিনিও অবিবাহিত থেকেছেন।