‘প্রজাপতি’র তুমুল সাফল্যের পর এখন হাওয়াতে ভাসছেন দেব (Dev)। তবে তাই বলে কাজ বন্ধ রাখেননি তিনি। আগামী দিনে দর্শকদের জন্য আরও বড় চমক অপেক্ষা করে রয়েছে দেবের তরফ থেকে। কারণ বহু বছর পর আবার টলিউডে দেশপ্রেমের উপর একটি ছবি তৈরি হতে চলেছে। দেব এবার বাঘা যতীনের (Bagha Jatin) উপর বায়োপিক বানাবেন।
এই নতুন সিনেমার জন্য মূলত নতুন নায়িকার খোঁজ চালাচ্ছিল দেবের প্রযোজনা সংস্থা। রীতিমত কলকাতার সমস্ত বড় বড় কলেজে কলেজে ঘুরে অডিশন নেওয়া হয়েছে। তারপর সেই কলেজ ছাত্রীদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয় ‘বাঘাযতীন’ এর নায়িকা। অবশেষে প্রকাশ্যে এল টলিউডের নতুন নায়িকার নাম ও ছবি। দেবের হাত ধরে টলিউডে প্রবেশ করছেন সৃজলা দত্ত (Srijla Dutta)।
একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নতুন এই অভিনেত্রীর খোঁজ পেয়েছেন দেব। তার সঙ্গে বিনোদন জগতের কোনও যোগাযোগ ছিল না এতদিন। দেব এমনই একজন অভিনেত্রীর খোঁজে ছিলেন যাকে এর আগে কেউ কখনও পর্দায় দেখেনি। ইতিমধ্যেই তাকে নিয়ে ওয়ার্কশপ চালু করে দিয়েছেন দেব। সদ্য প্রকাশ্যে এল তার কিছু ঝলক।
এতদিন টলিউডের নতুন নায়িকার মুখ দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন দর্শকরা। বাঘা যতীনের স্ত্রীর ভূমিকাতে অভিনয় করবেন সৃজলা। ছবিতে তার লুক প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়াতে ধরা পড়েছে তার কিছু ছবি। পুরনো দিনের মত আটপৌরে শাড়ি-ব্লাউজ, হালকা গয়না ও এক মাখা সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, এই সাজে দেবের পাশে দেখা মিলেছে টলিউডের নতুন নায়িকার।
বাঘাযতীন ছিলেন বাংলার একজন অকুতোভয় দেশপ্রেমিক। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন তিনি। তার আত্মমর্যাদা বোধ এবং জাতীয়তাবোধ আজও মুগ্ধ করে বাঙালিকে। শোনা যায় তিনি নাকি শুধু একটা ছুরিকে হাতিয়ার করে একটা আস্ত বাঘ মেরে ফেলেছিলেন। সেই থেকেই যতীনের নামের আগে ‘বাঘা’ শব্দটি ব্যবহার করা হত।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে বাঘাযতীনের টিজার। “যতীন মুখোপাধ্যায় হয় মারে, না হয় মরে। ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবের উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘাযতীন”, ক্যাপশনে এই কথা লিখেছিলেন দেব। গ্রাফিক্যাল মোশনের নেপথ্যে বন্দেমাতরমের সুর রোমাঞ্চিত করেছে নেটিজেনদের।