টিআরপিতে শুরুতেই রচনাকে টেক্কা সুপার সিঙ্গারের! বেঙ্গল টপার হল কে? চমকে দিচ্ছে ফলাফল

চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকাতে স্টার জলসার (Star Jalsha) জয়জয়কার চলছে। বহু সময় পরে আবার অনুরাগের ছোঁয়ার (Anurager Chhowa) হাত ধরে বেঙ্গল টপার হওয়ার সুযোগ পেয়েছে স্টার জলসা। গত দুই সপ্তাহ ধরে অপ্রতিরোধ্য জগদ্ধাত্রীকে পেছনে ফেলে দিয়ে অনুরাগের ছোঁয়া সেরার সেরা হয়েছে। তবে নন ফিকশনে (Non Fiction Bengali Show) জি বাংলাকে স্টার জলসা টেক্কা দিতে পারল কি?

এই মুহূর্তে স্টার জলসা এবং জি বাংলাতে বেশ কয়েকটি নন ফিকশন শো চলছে। দিদি নাম্বার ওয়ান (Didi Number One), সারেগামাপা (Sa Re Ga Ma Pa) তো ছিলই, সেই সঙ্গে এখন নতুন সংযোজন হয়েছে সুপার সিঙ্গার (Super Singer Season 4) এবং ঘরে ঘরে জি বাংলা (Ghore Ghore Zee Bangla)। নতুন বছরের শুরুতেই শুরু হয়েছে সুপার সিঙ্গারের নতুন সিজন। প্রথম সপ্তাহে কিন্তু তেমন ভাল ফলাফল করতে পারল না স্টার জলসার নতুন এই গানের শো।

গত সপ্তাহে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রের অন্তিম সম্প্রচার ছিল। ডান্স ডান্স জুনিয়র এবং সারেগামাপা গত সপ্তাহে স্লট ভাগ করে নিয়েছিল। তবে এই সপ্তাহে কিন্তু সারেগামাপা ১.৪ নম্বরের ব্যবধানে এগিয়ে রয়েছে। সারেগামাপা ধীরে ধীরে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাচ্ছে। আপাতত সেরা ৬ এর হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

দিদি নাম্বার ওয়ান কিন্তু গত দশ বছর ধরে জনপ্রিয়তার শিখরে রয়েছেন। সোম থেকে শনি প্রতিদিন বিকেল পাঁচটার সময় এবং রবিবার সানডে ধামাকায় রাত সাড়ে আটটার সময় সম্প্রচারিত হয় দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা গত সপ্তাহে পেয়েছে ৫.৮ নম্বর। আর সারেগামাপা পেয়েছে ৫.৩ নম্বর। অর্থাৎ নন ফিকশনের মধ্যে বেঙ্গল টপার দিদি নাম্বার ওয়ান।

DIDI NUMBER ONE

সুপার সিঙ্গারের সিজন ৪ প্রথম সপ্তাহে পেয়েছে ৩.৯ নম্বর। ঘরে ঘরে জি বাংলা পেয়েছে ১.৩ নম্বর। শুরু হওয়ার পর থেকে রান্নাঘরের থেকে বেশি নম্বর পাচ্ছে এই নতুন রিয়েলিটি শো। প্রায় ১৭ বছর ধরে চলে আসা সুদিপার রান্নাঘরকে সরিয়ে সেই জায়গায় এসেছে এই নতুন গেম শো। শুরু থেকে যে দর্শকরা নতুন এইসব পছন্দ করছেন তা টিআরপি থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে।

উল্লেখ্য প্রথমে অবশ্য ইন্দ্রানী হালদারের সঞ্চালনায় শুরু হয়েছিল এই নতুন শো। তবে পরপর নটি এপিসোডের পর ইন্দ্রানীর বদলে সঞ্চালকের মুখ বদল হল। এখন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসুকে সঞ্চালকের জায়গায় দেখা যাচ্ছে। সোম থেকে শনি প্রতিদিন বিকেল সাড়ে চারটের সময় সম্প্রচারিত হচ্ছে ঘরে ঘরে জি বাংলা।