হাতে নেই কাজ, বলিউড ছেড়ে নামমাত্র পারিশ্রমিকে বাংলা টেলিভিশনে কাজ নিলেন মিঠুন চক্রবর্তী

বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) টলিউডের পাশাপাশি মাতিয়েছেন বলিউডকেও। তবে টলিউডের থেকে তিনি বেশি কাজ করেছেন বলিউডে। কেরিয়ারের একটা দীর্ঘ সময় জুড়ে তিনি বলিউডের সুপারস্টার হিসেবে নিজের ইমেজ ধরে রেখেছিলেন। আজ বাংলার পাশাপাশি গোটা বলিউডও তাকে ‘দাদা’ নামে ডাকে। তবে ইদানিং আর তেমন বড় একটা বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যায় না তাকে।

বাংলার এই মহা তারকা সম্প্রতি কাজ করেছিলেন টলিউডে। টলিউডে দেবের সঙ্গে ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করে ব্যাপক চর্চিত হয়েছিলেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দারও চেনা মুখ মিঠুন চক্রবর্তী। তবে সিরিয়ালে নয়, জি বাংলার (Zee Bangla) নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মহাগুরুর আসনে বসেছেন মিঠুন চক্রবর্তী। ১০ বছর পর আবারও নিজের স্থানে পুনর্বহাল হলেন মহাগুরু।

জি বাংলাতে আসছে নতুন নাচের শো ডান্স বাংলা ডান্স। বছরের পর বছর নতুন নতুন সিজনে এই নাচের শো এর মাধ্যমে বাংলার আনাচে-কানাচে থেকে প্রতিভাদের তুলে এনে সর্বসমক্ষে আসার সুযোগ করে দেওয়া হয়। নতুন বছরে শুরুতেই জি বাংলাতে আসছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজন। ডান্স বাংলা ডান্সের শুরুতে মহাগুরুর আসনে বসেছেন তিনি। কিন্তু গত ১০ বছর তাকে আর ডান্স বাংলা ডান্সের মঞ্চে পাওয়া যায়নি।

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ডান্স বাংলা ডান্সের নতুন সিজনের একটি প্রোমো শেয়ার করা হয়েছিল। সেখানেই জানানো হয়েছে এই সুখবর। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে এবার মহাগুরুর আসনে মিঠুন চক্রবর্তীই থাকছেন। এই খবরে দারুণ খুশি মিঠুনের ভক্তরা। তারা ভিডিওর কমেন্ট বক্সে স্বাগত জানাচ্ছেন মিঠুন চক্রবর্তীকে।

Mithun Chakrabort`s Hotel Business Suffered Loss During Lockdown

উল্লেখ্য, প্রোমোতে মিঠুনকে বলতে শোনা গেল, “মিঠুন চক্রবর্তী থেকে মহাগুরু তোমরাই বানিয়েছ।’’ জি বাংলা ছেড়ে মাঝে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে অতিথি বিচারকের আসনে উপস্থিত হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এরপর ভক্তদের মনে সন্দেহ দেখা দেয় এই কারণেই হয়তো আর জি বাংলার ডান্স বাংলা ডান্সে মহাগুরুকে আর দেখা যাবে না। তবে তাদের সেই আশঙ্কা দূর হয়েছে।

স্টার জলসার নতুন রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়রের সাম্প্রতিকতম সিজনটি গত সপ্তাহে শেষ হয়েছে। সেই জায়গায় এল নতুন গানের রিয়েলিটি শো সুপার সিঙ্গার। জি বাংলাতে গানের রিয়েলিটি শো সারেগামাপা চলছে এখনও। সারেগামাপার ফাইনাল পর্বের সম্প্রচারের পরেই আসবে ডান্স বাংলা ডান্স।