সম্প্রতি জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিকটি নতুন মোড় নিয়েছে। মিঠাইয়ের বদলে এখন গল্পের নতুন নায়িকা হয়েছে মিঠি। গত ডিসেম্বর মাসে স্লট বদলের সঙ্গে সঙ্গেই ঘুরে গিয়েছে গল্পের মোড়। সেই সঙ্গে বেশ কয়েক বছরের লিপ নিয়ে এগিয়েছে সিরিয়ালটি। মিঠাই লিপ নেওয়ার সঙ্গে সঙ্গে ধারাবাহিক থেকে বাদ পড়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র। তাদের মিস করতে শুরু করেছেন দর্শকরা। এবার আরও এক অভিনেতা মিঠাই ছেড়ে গেলেন।
মিঠাই ধারাবাহিকে বর্তমানে যে চরিত্ররা রয়েছেন তাদের মধ্যে অনেককেই মাঝেমধ্যে সিরিয়ালে দেখা যায় না। দাদু-ঠাম্মি থেকে শুরু করে রাতুল, রুদ্রদের মাঝেমধ্যে কয়েকটি এপিসোডে মিসিং দেখানো হয়। এছাড়া সিদ্ধার্থের পিসি থেকে কাকা, পিঙ্কিজি থেকে স্যান্ডিকেও ইদানিং আর সিরিয়ালে দেখা যাচ্ছে না। এবার জানা গেল মিঠাই থেকে নাকি বিদায় নিতে চলেছেন রুদ্র ওরফে ফাহিম মির্জা (Fahim Mirza)।
রুদ্র ওরফে ফাহিম মির্জাকে মিঠাইতে এখন খুব কমই দেখা যাচ্ছে। মাঝেমধ্যে ধূমকেতুর মতই উদয় হন তিনি। তবে আগামী এক মাসের জন্য তাকে আর সিরিয়ালে দেখা যাবে না। সম্প্রতি এমনই খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। মিঠাইয়ের এসিপি রুদ্র আপাতত কিছুদিনের জন্য মিঠাই থেকে বিরতি নিতে চলেছেন। কারণ এখন তার হাতে রয়েছে নতুন একটি সিরিয়ালের সুযোগ।
সম্প্রতি আকাশ আট চ্যানেলে শুরু হয়েছে নতুন একটি সিরিয়াল যার নাম সাহিত্যের সেরা সময়। এখানে প্রথম পর্বে ‘শ্বেত পাথরের থালা’র সম্প্রচার হচ্ছে। আগে যেমন এক মাসের জন্য এক একটি গল্পের সম্প্রচার হত, এখনও সেভাবেই আবার প্রতি মাসে নতুন নতুন গল্পের সম্প্রচার হবে। প্রথম পর্বের গল্পে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা।
ফাহিম মির্জা মিঠাই ছেড়ে দিয়েছেন এই খবর পেতেই কার্যত মিঠাই ভক্তদের মাথায় হাত পড়েছে। তার কারণ এই ধারাবাহিকটিতে রুদ্র এবং নিপার জুটিটাও দর্শকদের অতি পছন্দের একটি জুটি। এই মিষ্টি জুটিতে ভাঙ্গন ধরুক এমনটা চান না দর্শকরা। তবে তাদের সকলকে আশ্বস্ত করেছেন অভিনেতা নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি একেবারেই মিঠাই সিরিয়াল ছেড়ে দিচ্ছেন এমনটা নয়।
ফাহিম জানিয়েছেন বর্তমানে অন্য সিরিয়ালের শুটিংয়ের জন্য তাকে এক মাসের বিরতি নিতে হয়েছে। শুটিং শেষ হলেই তিনি আবার মিঠাইতে ফিরে আসবেন। আসলে এই সিরিয়ালটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন তিনি। যত দিন অন্য সিরিয়ালের শুটিং চলবে ততদিন তাকে মনোহরাতে দেখা যাবে না আর। কিন্তু তারপরে নিঃসন্দেহে তিনি আবার ফিরে আসবেন।